জীবনযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার

৭ কলেজের বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত !

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ১৬-৩-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৫৬

রাজধানীর সাতটি সরকারি কলেজ নিয়ে প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়টির নাম হবে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। রবিবার রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি ভবনে শিক্ষার্থীদের ৩২ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত করা হয়।  

সভা শেষে ইউজিসির সচিব ড. ফখরুল ইসলাম গণমাধ্যমকে জানান, “প্রস্তাবিত নামগুলোর মধ্যে থেকে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামটি চূড়ান্ত করা হয়েছে। এটি এখন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখান থেকে উপদেষ্টা পরিষদে পাস হওয়ার পর রাষ্ট্রপতির সম্মতিক্রমে এর অধ্যাদেশ জারি করা হবে।”  

২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি রাজধানীর সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। কলেজগুলো হলো ঢাকা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।  

নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে উচ্চশিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলে রাজধানীর উচ্চশিক্ষা খাতে নতুন মাত্রা যোগ হবে বলে আশা করা হচ্ছে।  

শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদন পেলে দ্রুত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়েছে।