আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ ফুটবল দলে অভিষেক হতে যাচ্ছে ইংল্যান্ডপ্রবাসী মিডফিল্ডার হামজা চৌধুরীর। অভিষেক ম্যাচে তিনি ৮ নম্বর জার্সি পরতে চান বলে জানিয়েছেন। এই জার্সি নম্বরটি বাংলাদেশ দলে আগে পরেছেন চন্দন রায়, মামুনুল ইসলাম, এনামুল হক ও সাদ উদ্দিনের মতো খেলোয়াড়রা।
তবে জার্সি নম্বর ঠিক থাকলেও হামজা কোন পজিশনে খেলবেন, তা এখনও স্পষ্ট নয়। মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে পরিচিত হলেও তিনি সেন্ট্রাল মিডফিল্ড, রাইট ব্যাক, লেফট ব্যাক, সেন্টার ব্যাক এবং উইঙ্গার পজিশনেও খেলেছেন। ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, হামজা সবচেয়ে বেশি ১১৫ ম্যাচ খেলেছেন ডিফেন্সিভ মিডফিল্ডে। এছাড়া ৭২ ম্যাচ সেন্ট্রাল মিডফিল্ডে, ১৮ ম্যাচ রাইট ব্যাকে, ৪ ম্যাচ সেন্টার ব্যাকে, ২ ম্যাচ উইঙ্গার এবং ১ ম্যাচ লেফট ব্যাক পজিশনে খেলার অভিজ্ঞতা রয়েছে তার।
বাংলাদেশ দলে ইতিমধ্যে ডিফেন্সিভ মিডফিল্ডে জামাল ভূঁইয়া, পাপন সিংহ ও মোহাম্মদ হৃদয় রয়েছেন। তাই হামজাকে এই পজিশনে খেলাতে চাইলে কোচ হাভিয়ের কাবরেরাকে দলের গঠন নিয়ে নতুন করে ভাবতে হতে পারে। হামজার বহুমুখী দক্ষতা দলে নতুন গতিশীলতা আনতে পারে বলে আশা করা হচ্ছে।
হামজা চৌধুরীর যোগদান বাংলাদেশ দলের জন্য একটি বড় অর্জন। তার অভিজ্ঞতা ও দক্ষতা দলের পারফরম্যান্সকে আরও শক্তিশালী করতে পারে। ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচে হামজার পারফরম্যান্স সবাইকে উৎসাহিত করবে বলে আশা করা যাচ্ছে।