লিওনেল মেসি ও লওতারো মার্টিনেজের অনুপস্থিতিতে শুরুর একাদশ নিয়ে কিছুটা ধোঁয়াশা থাকলেও আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ঠিকই বাজিমাত করেছেন। শনিবার সকালে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের সেন্তেনারিও স্টেডিয়ামে আর্জেন্টিনা ১-০ গোলে জয় পেয়েছে। ম্যাচের একমাত্র গোলটি করেছেন ২৩ বছর বয়সী তরুণ মিডফিল্ডার থিয়াগো আলমাদা।
ম্যাচের আগে ফ্রন্ট লাইনে হুলিয়ান আলভারেজের নাম নিশ্চিত থাকলেও থিয়াগো আলমাদা ও জিওভান্নি সিমিওনের শুরুর একাদশে থাকা নিয়ে সংশয় ছিল। তবে স্কালোনি তাদের দিয়ে ম্যাচ শুরু করেই সঠিক সিদ্ধান্ত প্রমাণ করেছেন। আলমাদা ম্যাচের ৬৮ মিনিটে বক্সের বাইরে থেকে এক অসাধারণ শটে বল উরুগুয়ের জালে পাঠান। এর আগে বক্সের ভেতর থেকে তিনটি সুযোগ তৈরি করলেও গোল করতে ব্যর্থ হন তিনি।
ম্যাচে আর্জেন্টিনার জন্য একটি দুঃসংবাদও ছিল। যোগানো সময়ে বদলি খেলোয়াড় নিকোলাস গঞ্জালেস লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এর ফলে ২৬ মার্চ ব্রাজিলের বিপক্ষে ম্যাচে তিনি খেলতে পারবেন না।
উরুগুয়ের ডাগআউটে অভিজ্ঞ আর্জেন্টাইন কোচ মার্সেলোনা বিয়েলসার উপস্থিতি আর্জেন্টিনার জন্য চ্যালেঞ্জিং ছিল। বিয়েলসার দল বল ধরে রাখা এবং সঠিক পাস দেওয়ার লড়াইয়ে এগিয়ে থাকলেও গোলের দিক থেকে পিছিয়ে ছিল। উরুগুয়ে ম্যাচে মাত্র ৬টি শট নিতে পারলেও আর্জেন্টিনা নিয়েছে ১২টি শট। উরুগুয়ে যেখানে ২টি শট পোস্টে রাখতে পেরেছে, আর্জেন্টিনা রেখেছে ৪টি।
এই জয়ের মাধ্যমে আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইপর্বের ১৩ রাউন্ড শেষে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে। দুইয়ে থাকা ইকুয়েডর ২২ পয়েন্ট এবং তিনে থাকা ব্রাজিল ২১ পয়েন্ট নিয়ে রয়েছে।
স্কালোনির কৌশলগত সিদ্ধান্ত এবং আলমাদার জোড়ালো পারফরম্যান্স আর্জেন্টিনার জয় নিশ্চিত করেছে। উরুগুয়ের বিপক্ষে এই জয় আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের যাত্রাকে আরও শক্তিশালী করেছে।