জীবনযাত্রা স্বাস্থ্য ও চিকিৎসা

বায়োকনের নতুন ডায়াবেটিস ইনজেকশন বাজারে !

অনিন্দ্যবাংলা :

প্রকাশ : ২-৩-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৪৩

ভারতীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বায়োকন আজ থেকে যুক্তরাজ্যে তাদের নতুন ডায়াবেটিস ও স্থূলতা নিয়ন্ত্রণকারী ওষুধ ‘লিরাগ্লুটাইড বায়োকন’ বাজারে উন্মোচন করছে। গত জানুয়ারিতে কোম্পানিটি যুক্তরাজ্যের ওষুধ ও স্বাস্থ্যসেবা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে এই ওষুধটির অনুমোদন চেয়ে আবেদন করেছিল এবং বৃহস্পতিবার তা অনুমোদিত হয়েছে।

বায়োকনের শীর্ষ নির্বাহী এবং ব্যবস্থাপনা পরিচালক সিদ্ধার্থ মিত্তাল এক বিবৃতিতে জানান, এই নতুন ওষুধটি বিশেষভাবে ডায়াবেটিস এবং স্থূলতায় ভুগছেন এমন রোগীদের জন্য কার্যকর ভূমিকা রাখবে। 'লিরাগ্লুটাইড বায়োকন' একটি ইনজেকশন আকারে পাওয়া যাবে, যা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা হবে।

বায়োকন জানিয়েছে, এই ওষুধটির গবেষণায় প্রমাণিত হয়েছে যে, এটি অত্যন্ত কার্যকর এবং এর ব্যবহার রোগীদের গ্লুকোজ নিয়ন্ত্রণ এবং শরীরের অতিরিক্ত মেদ কমাতে সহায়তা করে। কোম্পানিটি আরও জানায়, তারা ইউরোপ, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশের বাজারে এই ওষুধটি ছাড়ার জন্য আবেদন করেছে এবং শিগগিরই তা অনুমোদন পাওয়ার আশাবাদী।

বিশ্বব্যাপী ডায়াবেটিস এবং স্থূলতা একটি বড় সমস্যা হিসেবে পরিচিত, এবং এসব সমস্যার মোকাবেলায় 'লিরাগ্লুটাইড বায়োকন' একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে বায়োকন। আশা করা হচ্ছে, এই নতুন ওষুধটি রোগীদের জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে এবং চিকিৎসা ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

সূত্র: এনডিটিভি ওয়ার্ল্ড