ঢাকা | বঙ্গাব্দ
সকল খবর বিদেশের খবর

বছরের শেষ টি–টোয়েন্টি জিতে সিরিজ নিউজিল্যান্ডের

  • আপলোড তারিখঃ 30-12-24 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 100003 জন

বছরের শেষ টি–টোয়েন্টি জিতে সিরিজ নিউজিল্যান্ডের

বছরের শেষ টি-টোয়েন্টিতে জয়ের জন্য লক্ষ্য ১৮৭ রানের। শেষ ৫ ওভারে দরকার ছিল ৬০ রান, হাতে ৭ উইকেট। শ্রীলঙ্কা এখান থেকে নিশ্চয়ই ‘অলআউট অ্যাটাক’-এর কথাই ভেবেছে। কিন্তু নিউজিল্যান্ডের বোলাররা ঘটালেন উল্টোটা। যেখানে ওভারপ্রতি দরকার ছিল ১২ করে, সেখানে পরের ৩ ওভারে ১৩ রানে পড়ল ৪ উইকেট!

এরপর আর ম্যাচের কিছু থাকে না। শ্রীলঙ্কাও তাই পারেনি। ১৯.১ ওভারে ১৪১ রানে অলআউট হয়ে হেরেছে ৪৫ রানে। মাউন্ট মঙ্গানুইয়ে এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০–তে এগিয়ে থেকে জয় নিশ্চিত করল স্বাগতিক নিউজিল্যান্ড। নেলসনে আগামী বৃহস্পতিবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।

১৬তম ওভারে কিউই পেসার জ্যাকব ডাফি ৫ রানে ফিরিয়েছেন ৩৪ বলে ৪৮ করা কুশল পেরেরাকে। পরের ওভারে মিচেল স্যান্টনার ৪ রানে ফেরান চারিত আসালঙ্কাকে (১৬ বলে ২০)। ডাফি ১৮তম ওভারে ৩ বলের মধ্যে ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মহীশ তিকশানাকে ফেরানোর পথে ওই ওভারে মাত্র ৪ রান দেন। জয়ের জন্য শেষ ২ ওভারে ৪৭ রানের সমীকরণ মেলানো অসম্ভব হয়ে যায় শ্রীলঙ্কার জন্য। উল্টো পরের ৭ বলে মাত্র ১ রানে বাকি ৩ উইকেট হারিয়ে অলআউট হয় সফরকারীরা। ১৯তম ওভারে ২ বলে ২টি উইকেট নেন ম্যাট হেনরি। অলআউট করার কাজটি সেরেছেন জাকারি ফোকস।

পাওয়ারপ্লেতে কুশল মেন্ডিসকে হারিয়ে ১ উইকেটে ৪৪ তুলেছিল শ্রীলঙ্কা। রানের চাপ নিয়ে ব্যাট করা শ্রীলঙ্কাকে দেখে আসলে কখনোই মনে হয়নি, জয়ের পথে আছে তারা। পেরেরার ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ রান। পাতুম নিশাঙ্কা করেন ৩৭। ডাফি ১৫ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার–সেরা বোলিং করলেও ম্যাচসেরা মিচেল হে।

কারণ হের ১৯ বলে ৪১ রানের বিস্ফোরক ইনিংস। ২ ছক্কা ও ৪ চারে সাজানো হের অপরাজিত ইনিংসটি নিউজিল্যান্ডের স্কোর ১৮০–এর ওপাশে নিয়ে যায়। টসে হেরে আগে ব্যাটিংয়ে নামা কিউইদের শুরুটাও ছিল শ্রীলঙ্কার মতোই। তৃতীয় ওভারে রাচিন রবীন্দ্রকে হারানোর পর পাওয়ারপ্লেতে ১ উইকেটে ৪৮ তুলেছে নিউজিল্যান্ড। মার্ক চ্যাপম্যান ও টিম রবিনসনে ১০ ওভারে সেই স্কোর ১ উইকেটে ৭৬।

চ্যাপম্যান ও গ্লেন ফিলিপসে ১৪.৩ ওভারে ১২২ রান পেয়ে যায় নিউজিল্যান্ড। ২৯ বলে ৪২ রানে চ্যাপম্যান ও ১৬ বলে ২৩ রানে আউট হন ফিলিপস। মিচেল হে ছয়ে নেমে এরপর শেষ ৫ ওভারে কিউইদের এনে দেন ৬২ রান। সেই পথে ড্যারিল মিচেল ১৫ বলে ১৮ করে আউট হওয়ার পর ষষ্ঠ উইকেটে মাইকেল ব্রেসওয়েলের সঙ্গে ১৫ বলে অবিচ্ছিন্ন ৪১ রানের জুটি গড়েন হে। যেখানে হের অবদান ১২ বলে ৩৪।

শ্রীলঙ্কার হয়ে ২৮ রানে ২ উইকেট নেন হাসারাঙ্গা। ১টি করে উইকেট নুয়ান তুষারা ও মাতিশা পাতিরানার।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৮৬/৫ (চ্যাপম্যান ৪২, হে ৪১*, রবিনসন ৪১; হাসারাঙ্গা ২/২৮, তুষারা ১/২৫, পাতিরানা ১/৩৭)

শ্রীলঙ্কা: ১৯.১ ওভারে ১৪১ (পেরেরা ৪৮, নিশাঙ্কা ৩৭, আসালাঙ্কা ২০, মেন্ডিস ১০; ডাফি ৪/১৫, হেনরি ২/৩১, স্যান্টনার ২২/২)

ফল: নিউজিল্যান্ড ৪৫ রানে জয়ী।

ম্যাচসেরা: মিচেল হে।

সিরিজ: তিন ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ২-০–তে এগিয়ে।