অনিন্দ্যবাংলা ডেস্ক: বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতির দাবিতে টানা চতুর্থ দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। তারা বলেছেন, আজ বিকাল ৪টার মধ্যে দাবি আদায়ের জন্য কোনো সুনির্দিষ্ট ঘোষণা না এলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় সড়ক অবরোধ করবেন তারা।
অনশনরত শিক্ষার্থীদের মধ্যে অন্যতম নেতা নায়েক নূর মোহাম্মদ সংবাদমাধ্যমকে জানান, “আজ বিকাল ৪টার মধ্যে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা না এলে আমরা সড়ক অবরোধ করব।” তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের দাবি আদায়ের জন্য আগামীকাল (২ ফেব্রুয়ারি) বিশ্ব ইজতেমার কারণে বেলা ১১টা পর্যন্ত কর্মসূচি শিথিল রাখা হবে, তবে আমাদের অনশন চলবে।”
তিতুমীর ঐক্য নামে আন্দোলনকারী সংগঠনটি সাত দফা দাবি তুলে ধরেছে, যার মধ্যে অন্যতম হলো—‘তিতুমীর কলেজ’কে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করে তার জন্য প্রশাসনিক কাঠামো গঠন, শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করা, আন্তর্জাতিক মানের শিক্ষক নিয়োগ, এবং গবেষণাগার নির্মাণের জন্য আর্থিক বরাদ্দ প্রদান।
শিক্ষার্থীরা দাবি করেছেন, ২৪-২৫ সেশনের ভর্তি কার্যক্রম শুরু করতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন গঠন এবং অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশের পাশাপাশি আইন ও সাংবাদিকতা বিষয়ে নতুন বিভাগ চালু করতে হবে।
তিতুমীর ঐক্যের সদস্য মেহেদী হাসান জানান, “আমরা বিকাল ৪টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছি। যদি তখনও আমাদের দাবিগুলোর প্রতি কার্যকর কোনো সিদ্ধান্ত নেওয়া না হয়, তবে শিক্ষার্থীরা পরবর্তী পদক্ষেপ নিতে বাধ্য হবে।”
গত কয়েকদিনে তারা নানা কর্মসূচি পালন করে আসছে, যার মধ্যে রয়েছে ক্লাস-পরীক্ষা বর্জন করে ‘শাটডাউন তিতুমীর’ এবং সড়ক অবরোধ। এছাড়া ৭ জানুয়ারি ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ ব্যানার টানিয়ে দেন শিক্ষার্থীরা। গত ১৮ নভেম্বরও মহাখালী এলাকার বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে তাদের দাবি জানান।
এদিকে, শিক্ষা মন্ত্রণালয় গত ৩ ডিসেম্বর পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করলেও শিক্ষার্থীদের অভিযোগ, সেই কমিটি যথাযথভাবে কাজ করছে না। ফলে আন্দোলনকারীরা তাদের দাবি নিয়ে আরও কঠোর অবস্থানে রয়েছেন।
তিতুমীর কলেজের শিক্ষার্থীরা তাদের আন্দোলন শেষ না হওয়া পর্যন্ত তাদের দাবি বাস্তবায়নের জন্য সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।