আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ এ নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তানকে পরাস্ত করার পর ২৫ ফেব্রুয়ারির মধ্যে নিজেদের পরবর্তী লক্ষ্য পূরণ করল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। শুরুতে শক্তিশালী যাত্রা হলেও ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে কিছুটা রুক্ষ হয়ে যায় পাকিস্তানের ব্যাটিং। সৌদ শাকিলের ফিফটির সাথে রিজওয়ান এবং খুশদীল শাহের ব্যাটে ভর করে পাকিস্তান শেষ পর্যন্ত ৪৯.৪ ওভারে ২৪১ রানে অলআউট হয়ে যায়। শাকিল ৭৬ বলের মোকাবেলায় ৬২ রান করেন, রিজওয়ান ৭৭ বলে করেন ৪৬ রান এবং খুশদীল শাহ ৩৯ বলে ৩৮ রান করেন। ভারতের পক্ষে কুলদ্বীপ যাদব ৩টি উইকেট নেন।
২৪২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। দলীয় ৩১ রানে ১৫ বলে ২০ রান করে আউট হন রোহিত শর্মা। তবে বিরাট কোহলি এবং শুভমান গিলের দৃঢ় পার্টনারশিপের মাধ্যমে ভারতীয় দলের দৃষ্টি ছিল সাফল্য। গিল ৫২ বলে ৪৬ রান করে আউট হলেও কোহলি সাবলীল ব্যাটিং করে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন। কোহলি ও শ্রেয়াস আইয়ারের মধ্যে ১১৪ রানের এক উল্লেখযোগ্য জুটি গড়ে ভারতীয় দলকে জয়মুখী করেন।
আইয়ার ৬৭ বলে ৫৬ রান করে আউট হলে কোহলি একাই মাঠে টিকে থাকেন। হার্দিক পান্ডিয়া দ্রুত ফিরে যাওয়ার পর কোহলি ১১১ বলে ১০০ রানে অপরাজিত থেকে ভারতীয় দলের জয় নিশ্চিত করেন। কোহলির এই সেঞ্চুরির সুবাদে পাকিস্তানকে ৬ উইকেটে পরাজিত করে ভারতের সেমিফাইনালে যাওয়ার পথ প্রশস্ত হয়।