জীবনযাত্রা কেনাকাটা ও ভ্রমণ

চলচ্চিত্র উৎসবের বিচারক সোহানা সাবা

নিজস্ব প্রতিবেদক, অনিন্দ্যবাংলা

প্রকাশ : ২১-১-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৮১

বাংলাদেশী অভিনেত্রী সোহানা সাবা বর্তমানে ভারতের জয়পুর চলচ্চিত্র উৎসবের বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৪ সালে মুক্তি পাওয়া তার অভিনীত চলচ্চিত্র ‘বৃহন্নলা’ বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এবং ২০১৫ সালে জয়পুর চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার লাভ করেন। এবার সেই উৎসবে বিচারক হিসেবে তার দায়িত্ব পালন করা অত্যন্ত গর্বের বিষয়।
১৮ জানুয়ারি, জয়পুরে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে সোহানা সাবা ফেসবুকে উৎসবের প্রথম দিনের কিছু ছবি শেয়ার করেছেন এবং লেখেন, ‘শুরু হতে যাচ্ছে ছয় মাস ধরে অপেক্ষা করা চমৎকার মুহূর্তটি! আমি আরো বলতে চাই, সামনে আরো অনেকগুলো চমক অপেক্ষা করছে আপনাদের জন্য।
জয়পুর থেকে মোবাইল ফোনে সোহানা সাবা বলেন, উদ্বোধনী দিন দারুণ আয়োজন হয়েছে। অনেককেই সম্মাননা দেয়া হয়েছে। জুরিবোর্ডে থাকার ফলে বিভিন্ন দেশের সিনেমা দেখা হবে। নির্মাতা ও শিল্পীদের সাথে কথা হবে। সব মিলিয়ে সংস্কৃতির বিনিময় হবে এই উৎসবে। আশা করছি উৎসবের পাঁচটি দিন আমার জীবনে নতুন নতুন অভিজ্ঞতা যোগ হবে।