ঢাকা | বঙ্গাব্দ
সকল খবর মহাবিশ্বের খবর

দীর্ঘতম রাত!

  • আপলোড তারিখঃ 21-12-24 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 1000019 জন

দীর্ঘতম রাত!

এলিয়েন ডেস্ক : আজ ২২ ডিসেম্বর, বছরের দীর্ঘতম রাতের পরবর্তী দিন। গতকাল, ২১ ডিসেম্বর, ছিল উত্তর গোলার্ধের দীর্ঘতম রাত, যা শীতকালীন অয়নকাল হিসেবে পরিচিত। এই সময়ে পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থান করে, ফলে দিন হয় সবচেয়ে ছোট এবং রাত সবচেয়ে বড়।

ঢাকায় গতকাল সূর্যোদয় হয়েছিল সকাল ৬টা ৩৫ মিনিটে এবং সূর্যাস্ত হয়েছিল সন্ধ্যা ৫টা ১৫ মিনিটে, মোট দিনব্যাপী সময় ছিল প্রায় ১০ ঘণ্টা ৪০ মিনিট। অন্যদিকে, রাতের দৈর্ঘ্য ছিল প্রায় ১৩ ঘণ্টা ২০ মিনিট, যা বছরের অন্যান্য সময়ের তুলনায় দীর্ঘতম।

শীতকালীন অয়নকালে সূর্যের দক্ষিণায়ন ঘটে, অর্থাৎ সূর্য বিষুবরেখা থেকে দক্ষিণে সর্বোচ্চ অবস্থানে থাকে। ফলে, উত্তর গোলার্ধে সূর্যের কিরণ তির্যকভাবে পড়ে এবং দিনের সময় কমে যায়। এই সময়ে উত্তর গোলার্ধে শীতকাল শুরু হয়, বিপরীতে দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল শুরু হয়।

 

বাংলাদেশে এই সময়ে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যায়, বিশেষ করে উত্তরাঞ্চল ও পাহাড়ি এলাকায় শীতের তীব্রতা বেশি অনুভূত হয়। শীতকালীন অয়নকাল কৃষি, উৎসব এবং সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত। বিভিন্ন অঞ্চলে এই সময়ে শীতকালীন ফসলের চাষ শুরু হয় এবং পৌষ পার্বণসহ নানা উৎসব পালিত হয়।

বিশেষজ্ঞদের মতে, শীতকালীন অয়নকাল আমাদের জলবায়ু এবং পরিবেশের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এই সময়ে দিনের আলো কম পাওয়ায় কিছু অঞ্চলে শীতকালীন বিষণ্ণতা বা 'সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডার' দেখা দিতে পারে। তাই, এই সময়ে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম এবং সূর্যালোকের সংস্পর্শে থাকা গুরুত্বপূর্ণ।

আজ থেকে দিন ধীরে ধীরে বড় হতে শুরু করবে এবং রাত ছোট হবে, যা চলবে আগামী জুন মাসের গ্রীষ্মকালীন অয়নকাল পর্যন্ত। এই প্রাকৃতিক পরিবর্তন আমাদের জীবনে ঋতু পরিবর্তনের গুরুত্ব ও সৌন্দর্য তুলে ধরে।