দেশে সারের সংকট নেই, কৃষকরা ন্যায্যমূল্যে সার ও বীজ পাবে - স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা
- আপলোড তারিখঃ 14-01-25 ইং |
- নিউজটি দেখেছেনঃ 1000029 জন
দেশে সারের সংকট নেই, কৃষকরা ন্যায্যমূল্যে সার ও বীজ পাবে - স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা
অনিন্দ্যবাংলা ডেস্ক: ময়মনসিংহ, ১৪ জানুয়ারি : স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশে সারের কোনো সংকট নেই এবং কৃষকরা ন্যায্যমূল্যে সার ও বীজ পাবেন। তিনি বলেন, ‘‘যে কোনো অসাধু সিন্ডিকেট সারের কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।’’
আজ (১৪ জানুয়ারি) ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, ‘‘সার ও বীজের কৃত্রিম সংকট সৃষ্টি করলে সংশ্লিষ্ট ডিলারের ডিলারশিপ বাতিল করা হবে এবং কৃষকরা নিশ্চিতভাবে সঠিক সময়ে ন্যায্যমূল্যে সার ও বীজ পাবেন।’’ সভায় উপস্থিত কর্মকর্তাদের তিনি নির্দেশ দেন, ময়মনসিংহসহ দেশের অন্যান্য অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে এবং কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরগুলোকে কৃষকদের সঠিক সুবিধা নিশ্চিত করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে।
মতবিনিময় সভায় অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়েও আলোচনা করা হয়। বিশেষত আইনশৃঙ্খলা বাহিনীকে চুরি, ছিনতাই, চাঁদাবাজি এবং মাদক নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন তিনি। মাদক, দুর্নীতি, এবং ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বিশেষ নজর রাখতে বলেন। তিনি বলেন, ‘‘ধর্মীয় সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে এবং এ বিষয়ে যদি কোনো অভিযোগ ওঠে, তবে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করতে হবে।’’ পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি।
এছাড়া, ময়মনসিংহ শহরের যানজট সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে উপদেষ্টা বলেন, ‘‘শহরের যানজট কমাতে এবং ভবিষ্যতে ফ্লাইওভার নির্মাণের সম্ভাবনা নিয়ে উদ্যোগ নেওয়া উচিত।’’ তিনি নগরীটির রাস্তাসমূহের সীমাবদ্ধতা খতিয়ে দেখার কথা বলেন।
কৃষকদের জন্য উর্বর মাটি ও খাদ্যপণ্যের স্টোরেজ ব্যবস্থা উন্নত করার বিষয়ে উপদেষ্টা আরও বলেন, ‘‘কৃষকরা যেন ন্যায্যমূল্যে সার, বীজ পায় এবং ভোক্তা সঠিক মূল্য পায়, তা নিশ্চিত করতে হবে। এছাড়া, স্টোরেজের ঘাটতি পূরণে স্থানীয় পর্যায়ে ছোট ছোট স্টোরেজ নির্মাণের জন্য ব্যবস্থা নিতে হবে।’’
মতবিনিময় সভায় ময়মনসিংহ বিভাগের প্রশাসন, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার, কারা, ফায়ার সার্ভিস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ইমিগ্রেশন, পাসপোর্ট অধিদপ্তরসহ অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় তারা তাদের নিজস্ব কার্যক্রম তুলে ধরেন এবং উপদেষ্টা প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।