চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের গণিত পরীক্ষার তারিখ এক দিন পেছানো হয়েছে। আগামী ২১ এপ্রিল এ পরীক্ষা অনুষ্ঠিত হবে, যা আগে ২০ এপ্রিল নির্ধারিত ছিল। বুধবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড নতুন সংশোধিত রুটিন প্রকাশ করেছে।
এর আগে ২০ এপ্রিল ইস্টার সানডের ছুটির দিনে গণিত পরীক্ষা হওয়ার কথা থাকায় নানা আলোচনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন রুটিন অনুযায়ী, ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১০ এপ্রিল থেকে শুরু হয়ে ১৩ মে শেষ হবে।
পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যদিকে, বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র ও সহজ বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষার মাধ্যমে এসএসসি পরীক্ষার সমাপ্তি ঘটবে। প্রতিটি তত্ত্বীয় পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা ১৫ থেকে ২২ মে পর্যন্ত চলবে।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, পরীক্ষার রুটিনে পরিবর্তন আনা হলেও অন্যান্য বিষয়ের পরীক্ষার তারিখ অপরিবর্তিত রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে।
এসএসসি পরীক্ষায় এবারও লাখো শিক্ষার্থী অংশ নেবে। শিক্ষা বোর্ড পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্তভাবে সম্পন্ন করার জন্য প্রস্তুতি শুরু করেছে।