জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। তাদের অভিযোগ, ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলকে বিজয়ী করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জামায়াতপন্থীদের সঙ্গে আঁতাত করেছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস (সাধারণ সম্পাদক) পদপ্রার্থী তানজিলা হোসেন বৈশাখী। ভোটগ্রহণ শেষ হওয়ার এক ঘণ্টারও বেশি সময় আগে এমন সিদ্ধান্তে হতবাক অনেকেই।
সংবাদ সম্মেলনে তানজিলা বলেন, “শুরু থেকেই আমরা লক্ষ্য করছি, ভোটগ্রহণে শিবির সমর্থিত প্রার্থীদের পক্ষে পক্ষপাতিত্ব চলছে। প্রশাসন সরাসরি একপক্ষের পক্ষে কাজ করছে। আমরা এমন একটি প্রহসনের নির্বাচনে থাকতে পারি না।”
এর আগে সকাল ৯টা থেকে শুরু হয় বহু প্রতীক্ষিত এই ভোটগ্রহণ, যা চলে বিকেল ৫টা পর্যন্ত। ৩৩ বছর পর আয়োজিত এ নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে একযোগে কেন্দ্রীয় ও হল সংসদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোটার সংখ্যা ১১ হাজার ৭৪৩ জন।
ছাত্রদল প্যানেলের এই বর্জনের ফলে নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তবে নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
বিশ্ববিদ্যালয়জুড়ে প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করতে আসা বহু শিক্ষার্থী এ ঘটনায় হতাশা প্রকাশ করেছেন। তাদের ভাষ্য, দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত এ নির্বাচনে সব পক্ষের অংশগ্রহণ এবং স্বচ্ছতা নিশ্চিত হওয়াই ছিল প্রধান চাওয়া।