অন্যান্য খবর রাজনীতি

জাকসু নির্বাচনের ফল প্রকাশের প্রস্তুতি, সন্ধ্যা সাতটার মধ্যে ঘোষণার আশা

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ১৩-৯-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০০৬

তিন দিনব্যাপী ভোট গণনা শেষে আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।

শনিবার বেলা পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, "গণনার কাজের পরে ফলাফল ঘোষণার জন্য প্রস্তুতি নিচ্ছি। আনুমানিক সন্ধ্যা সাতটার মধ্যে ফলাফল প্রকাশ সম্ভব হবে বলে আশা করছি।"

তবে ভোট গণনা পালাক্রমে (ধাপে ধাপে) হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "সেটা করার কোনো সুযোগ নাই।"

এর আগে নির্বাচন কমিশনের আরেক সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী জানান, ফলাফল দুপুর দেড়টা থেকে ২টার মধ্যে ঘোষণা করার সম্ভাবনা ছিল। তবে গণনা কাজ বিলম্বিত হওয়ায় তা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষ হওয়ার পর রাত সোয়া ১০টার দিকে শুরু হয় ভোট গণনা, যা টানা তিনদিন ধরে চলেছে।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৮৯৭ জন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন। নির্বাচন কমিশনের তথ্যমতে, প্রায় ৬৭ থেকে ৬৮ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এবারের নির্বাচনে নানা নাটকীয়তা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। ভোটের আগে বিএনপিপন্থী ছাত্রদলসহ চারটি প্যানেল নির্বাচনে অংশগ্রহণ থেকে সরে দাঁড়ায়। তাঁরা ‘লেভেল প্লেইং ফিল্ড না থাকা’ এবং ‘বিভিন্ন অনিয়ম’-এর অভিযোগ তুলেছেন। এমনকি, নির্বাচন শুরুর আগেই বিএনপিপন্থী চার শিক্ষক এবং একজন নির্বাচন কমিশনার পদত্যাগ করেন।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছিলেন, শুক্রবার রাতের মধ্যেই কেন্দ্রীয় সংসদসহ ২১টি হল সংসদের ভোট গণনা শেষ করে ফলাফল ঘোষণা করা হবে। কিন্তু সময়মতো গণনা শেষ না হওয়ায় ফল প্রকাশে বিলম্ব হচ্ছে।

বিশ্ববিদ্যালয়জুড়ে এখন চলছে ফল প্রকাশের অপেক্ষা। শিক্ষার্থী, প্রার্থী এবং সংশ্লিষ্ট সবার নজর এখন নির্বাচন কমিশনের চূড়ান্ত ঘোষণার দিকে।