অন্যান্য খবর ধর্ম ও দর্শন

শারদীয় দুর্গাপূজায় সরকারি কর্মচারীদের টানা চার দিনের ছুটি

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ১৩-৯-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০০৪

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা চার দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। ২০২৫ সালের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ১ অক্টোবর (বুধবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। পরদিন ২ অক্টোবর (বৃহস্পতিবার) দুর্গাপূজার সাধারণ ছুটি। এর সঙ্গে ৩ ও ৪ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত টানা চার দিন ছুটিতে থাকবেন সরকারি কর্মচারীরা।

ছুটির এই ধারাবাহিকতায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরাও পাচ্ছেন লম্বা ছুটি। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের স্কুল ও কলেজগুলো দুর্গাপূজা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সর্বশেষ নির্দেশনায় জানানো হয়েছে, সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়গুলোতে দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা এবং লক্ষ্মীপূজা উপলক্ষে এই ছুটি কার্যকর থাকবে।

ছুটির পরিধি আরও বাড়বে শিক্ষার্থীদের জন্য, কারণ পূজার মূল ছুটির আগে ২৬ ও ২৭ সেপ্টেম্বর শুক্রবার ও শনিবার নিয়মিত ছুটি রয়েছে। এছাড়া, ৬ অক্টোবর (সোমবার) লক্ষ্মীপূজার দিন ঐচ্ছিক ছুটি ঘোষণা করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য।

তবে বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে ছুটির সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা। যেহেতু বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্বশাসিত, তাই তাদের ছুটি সরকারি ছুটির সঙ্গে সরাসরি মিলবে না।

অন্যদিকে, প্রাইভেট কোম্পানি ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চাকরিজীবীরা দুর্গাপূজায় তিন দিনের ছুটি পাবেন। ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমী উপলক্ষে একদিন ছুটি থাকবে, এর সঙ্গে নিয়মিত সাপ্তাহিক ছুটি (৩ ও ৪ অক্টোবর) মিলিয়ে মোট তিন দিন ছুটির সুযোগ পাবেন তারা।

দীর্ঘ এই ছুটিকে কেন্দ্র করে অনেকেই ইতোমধ্যে পরিবার নিয়ে ভ্রমণ বা আত্মীয়-স্বজনের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা করছেন। বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে ঘিরে দেশের বিভিন্ন অঞ্চলে উৎসবমুখর পরিবেশ তৈরি হতে শুরু করেছে।