দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর উত্তর বিএনপির অধীন মোহাম্মদপুর থানা বিএনপির দুই শীর্ষ নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান হোসেন শাহীন ও সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম অপু।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রাথমিকভাবে এই দুই নেতাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা নিজেদের সংশোধন না করায় পরবর্তীতে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
স্থানীয় নেতাকর্মী ও বিএনপি সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে কাটাসুর নামার বাজারের নিয়ন্ত্রণ নিয়ে দখলবাজি, ফুটপাত দখল ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এছাড়া মান্নান হোসেন শাহীনের বিরুদ্ধে রাজধানীর পরিচিত শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল ওরফে 'পিচ্চি হেলাল'-এর অন্যতম সহযোগী হওয়ার অভিযোগও রয়েছে।
দলীয় একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, সংগঠনের ভাবমূর্তি রক্ষায় এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতেই এ ধরনের কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে মহানগর উত্তর বিএনপির একাধিক নেতা জানান, “দলীয় আদর্শ ও শৃঙ্খলার প্রশ্নে কোনো আপস করা হবে না। কেউই দলের শৃঙ্খলা লঙ্ঘন করে ছাড় পাবে না।”
বহিষ্কৃত দুই নেতার বিরুদ্ধে দলের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।