বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকরা জাতীয়করণের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৪টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দিয়েছেন তারা। শিক্ষকদের দাবি, সরকার একাধিকবার আশ্বাস দিলেও এখন পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া হয়নি, ফলে তারা এখন আর আশ্বাসে বিশ্বাসী নয়।
বাংলাদেশ শিক্ষক ফোরামের (বিটিএফ) সভাপতি হাবিবুল্লাহ রাজু বলেছেন, “এতদিন সরকারের দেওয়া আশ্বাসে কোনো লাভ হয়নি। এবার আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। যতক্ষণ না মন্ত্রণালয়ের প্রতিনিধি আমাদের সামনে এসে দাবি মেনে নেওয়ার ঘোষণা দেন, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে।”
তিনি আরও জানান, আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) থেকে দেশের সব বেসরকারি স্কুল-কলেজে ক্লাস বর্জন কর্মসূচি পালিত হবে। বিগত ছয়দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করা শিক্ষকরা সোমবার অর্ধদিবস কর্মবিরতি পালন করেন।
শিক্ষকদের দাবি, তাদের এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ করা হোক। এই দাবির প্রতি সরকারের কোনো সদয় মনোভাব না দেখানোর কারণে শিক্ষকরা আরও কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত আছেন। তাদের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে যে, দাবি পূরণ না হলে পরবর্তী পদক্ষেপ হিসেবে স্কুলে তালা ঝোলানো এবং আমরণ অনশন কর্মসূচি ঘোষণাও হতে পারে।
শিক্ষকরা তাদের দাবি বাস্তবায়নের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে বিভিন্ন কর্মসূচি পালনের পাশাপাশি সমাবেশে সশক্ত বক্তব্য রাখছেন। তাদের দাবি, সরকারি চাকরিজীবীদের মতো বেসরকারি শিক্ষকদেরও বাড়িভাড়া, উৎসব ভাতা এবং চিকিৎসা ভাতা দেওয়া হোক।
এদিকে, আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন, জাতীয়করণের দাবিতে তারা একেবারে পিছপা হবেন না এবং দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতি ও বেসরকারি শিক্ষকদের সম্মান রক্ষার্থে তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।