অনিন্দ্যবাংলা : হ্যাঁ, জন্মান্ধ মানুষও স্বপ্ন দেখে। তবে তাদের স্বপ্নে যে ধরনের অনুভূতি থাকে তা সাধারণ মানুষের চেয়ে আলাদা। যারা জন্ম থেকেই অন্ধ, তাদের স্বপ্নে কোন ছবি বা দৃশ্য থাকে না। এদের স্বপ্নে শারীরিক অনুভূতি, শব্দ, গন্ধ, স্পর্শ ও অন্যান্য অনুভূতি প্রাধান্য পায়। কারণ তাদের মস্তিষ্ক এই ধরনের তথ্য ও অভিজ্ঞতা দ্বারা গঠিত। যাদের দৃষ্টিশক্তি হারানোর পর অন্ধত্ব আসে, তাদের স্বপ্নে ছবি থাকতে পারে, কারণ তারা পূর্বে দৃষ্টি দিয়ে পৃথিবী সম্পর্কে ধারণা পেয়েছিলেন।