মিয়ানমার ও থাইল্যান্ডে শক্তিশালী দুটি ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ মার্চ) স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে মিয়ানমারের সাগাইং শহরের ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে ১০ কিলোমিটার গভীরে প্রথম ৭.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর কিছুক্ষণ পর ৬.৪ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য নিশ্চিত করেছে।
এ পর্যন্ত মিয়ানমারে নিহতের সংখ্যা বেড়ে ১৫০ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছে ৭৩০ জন। থাইল্যান্ডেও কমপক্ষে তিনজন নিহত ও ১৬ জন আহত হয়েছে। এছাড়া, ১০১ জন নিখোঁজ রয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
ইউএসজিএস হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করে লাল সতর্কতা জারি করেছে। সংস্থাটি সতর্ক করে দিয়ে বলেছে, মিয়ানমারে এই ভূমিকম্পে নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।
ভূমিকম্পের প্রভাবে মিয়ানমার ও থাইল্যান্ডের বিভিন্ন অঞ্চলে ভবন ধস, রাস্তা ফেটে যাওয়া এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে। উদ্ধারকারী দলগুলো ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও চিকিৎসা সহায়তা নিয়ে কাজ করছে।
স্থানীয় প্রশাসন ও আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো জরুরি ভিত্তিতে ত্রাণ তৎপরতা চালাচ্ছে। ভূমিকম্প পরবর্তী সময়ে আরও আফটারশক হতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।
সূত্র: সিএনএন।