সকল খবর ময়মনসিংহের খবর

শম্ভুগঞ্জ ব্রিজের টোল চালুর প্রস্তাব নিয়ে আলোচনা, কমিটির সদস্যদের অনাস্থা

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ২৩-৭-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫১২২

ময়মনসিংহ বিভাগে আইনশৃঙ্খলা ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় নবগঠিত বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ।

সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া, বিভাগের চার জেলার জেলা প্রশাসক, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিগণ। অতিরিক্ত বিভাগীয় কমিশনার জিয়া আহমেদ সুমনের সঞ্চালনায় সভায় জনসচেতনতা ও নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যানজট নিরসন, ময়মনসিংহ-জামালপুর বাস সার্ভিস চালু, মাদক ও কিশোর অপরাধ দমন, যৌন হয়রানি, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা এসব সমস্যার স্থায়ী সমাধানে সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন।

সভায় শম্ভুগঞ্জ ব্রিজে টোল প্লাজা পুনরায় চালুর প্রস্তাবের বিরোধিতা করা হয়। আলোচনায় অংশগ্রহণকারীরা একমত পোষণ করেন যে, টোল চালু হলে জনমনে অসন্তোষ সৃষ্টি হতে পারে এবং এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা রয়েছে।

ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া বলেন, “পুলিশের উচিত কাজ দিয়ে আস্থা অর্জন করা। কথা কম বলে কাজ বেশি করাই আমাদের মূল নীতি হওয়া উচিত।” তিনি ধর্ষণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন এবং মসজিদের ইমামদের জুমার খুতবায় সচেতনতামূলক বার্তা অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

সভায় ২০২৪ সালের ২৪ জুলাইয়ের আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে ‘মেমরি স্ট্যাম্প’ নির্মাণ এবং ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান স্মরণে প্রতিবছর বার্ষিক কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। এই উদ্যোগকে স্বাগত জানান উপস্থিত সকলে।

সভাপতি মো. মোখতার আহমেদ বলেন, “এই আলোচ্য বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতায় ময়মনসিংহ বিভাগকে একটি শান্তিপূর্ণ ও সম্মানিত নগরীতে রূপান্তর করা সম্ভব।”

সভা শেষে বিভাগীয় আইনশৃঙ্খলা ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় সকল মহলের সহযোগিতা কামনা করা হয়।