সকল খবর ময়মনসিংহের খবর

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ ঢাবি অধিভুক্তি বাতিল ও ‘বাংলাদেশ ইন্সটিটিউট অব টেকনোলজি’ গঠনের দাবি

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ৯-৭-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৭৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি কাঠামো বাতিল ও ‘বাংলাদেশ ইন্সটিটিউট অব টেকনোলজি’ (BIT) গঠনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ-জামালপুর সড়কের রহমতপুর বাইপাস এলাকায় অবস্থান নেন তারা। এতে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা তাদের দুইটি প্রধান দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভকারীদের দাবি, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি কাঠামো বাতিলের দাবি জানিয়ে আসছেন। তারা বলছেন, এ কাঠামোর কারণে শিক্ষার্থীদের একাডেমিক ও প্রশাসনিক ভোগান্তি বেড়েছে। পরীক্ষা, ফলাফল, প্রশাসনিক সিদ্ধান্তে দীর্ঘসূত্রতা তৈরি হয়েছে, যা প্রকৌশল শিক্ষার মান ও গতি ব্যাহত করছে।

তাদের দাবির মূল দুটি দিক হচ্ছে—ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির আওতা থেকে বের করে নেওয়া এবং ‘বাংলাদেশ ইন্সটিটিউট অব টেকনোলজি’ নামে একটি স্বতন্ত্র প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গঠন করা, যেটি বুয়েটের আদলে পরিচালিত হবে এবং সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলোকে সরাসরি এর অধিভুক্ত করা হবে।

সড়ক অবরোধের কারণে ময়মনসিংহ-জামালপুর রুটে যান চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়। বহু যাত্রীকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন।

এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও কর্তৃপক্ষ কর্ণপাত করেনি। বারবার আশ্বাস দিলেও বাস্তবায়নের কোনো অগ্রগতি হয়নি। তাই তারা বাধ্য হয়ে সড়কে নেমেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, দেশের সাতটি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রায়ই একাডেমিক স্বাধীনতা, সুষ্ঠু প্রশাসনিক কাঠামো ও দ্রুত পরীক্ষার ফল প্রকাশসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামেন।

এ বিষয়ে ময়মনসিংহের একজন প্রশাসনিক কর্মকর্তা বলেন, “শিক্ষার্থীদের আন্দোলন শান্তিপূর্ণ হলেও সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। আমরা তাদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেব। আশা করি, দ্রুত সমাধান আসবে।”

শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা এখনো সড়কে অবস্থান করছেন এবং দাবির প্রতি অটল রয়েছেন।