সকল খবর ময়মনসিংহের খবর

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৮.২২%

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ১০-৭-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৮৭

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বোর্ডের সম্মেলন কক্ষে ফল ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ শহীদুল্লাহ।

চেয়ারম্যান জানান, এ বছর ময়মনসিংহ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮.২২ শতাংশ, যা গত বছরের তুলনায় কিছুটা কম। ফল বিশ্লেষণে দেখা গেছে, শহরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো তুলনামূলকভাবে ভালো ফল করলেও গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে।

তিনি বলেন, “আমরা শিক্ষার মানোন্নয়নে কাজ করছি। এবারের ফলাফল আমাদের জন্য একটি ইঙ্গিত—গ্রামীণ শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা ও মানোন্নয়নে আরও জোর দিতে হবে। ভবিষ্যৎ শিক্ষানীতি প্রণয়নে এ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।”

চলতি বছর ময়মনসিংহ বোর্ডে পরীক্ষার্থী ছিল কয়েক লাখ। তাঁদের মধ্যে অনেকেই ভালো ফল করেছে, তবে সামগ্রিক পাসের হার আশানুরূপ না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন অনেক অভিভাবক ও শিক্ষক। বিশেষ করে প্রান্তিক এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামো ও শিক্ষকের ঘাটতির কথা উঠে এসেছে আলোচনায়।

এদিকে, ফলাফল প্রকাশের পর বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীরা আনন্দ-উল্লাসে মেতে ওঠে। কোথাও কোথাও সফল শিক্ষার্থীদের অভিনন্দন জানাতে মিষ্টি বিতরণ, ফুল ও শুভেচ্ছার আয়োজনও দেখা যায়। শিক্ষক ও অভিভাবকরা ভালো ফল করা শিক্ষার্থীদের সাফল্যে গর্ব প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, দেশের নবীন শিক্ষা বোর্ডগুলোর একটি হওয়া সত্ত্বেও ময়মনসিংহ শিক্ষা বোর্ড গত কয়েক বছরে প্রশাসনিক দক্ষতা ও সেবা প্রদানে ইতিবাচক অগ্রগতি দেখিয়েছে বলে জানিয়েছেন বোর্ড কর্মকর্তারা। তাঁরা জানান, ভবিষ্যতে ফলাফলের মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নের জন্য আরও পরিকল্পিত উদ্যোগ নেওয়া হবে।