জীবনযাত্রা রূপচর্চা

রবীন্দ্রনাথের নিরুপমা হবেন দীঘি

নিজস্ব প্রতিবেদক, অনিন্দ্যবাংলা

প্রকাশ : ১-১-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৮৪

গত বছর প্রার্থনা ফারদিন দীঘির দুটি ছবি মুক্তি পেয়েছিল। বছরের শুরুর দিকে ‘শ্রাবণ জ্যোত্স্নায়’ ও বছরের শেষের দিকে ‘৩৬ ২৪ ৩৬’ ছবি দুটি দিয়ে আলোচনায়ও এসেছিলেন তিনি। এবার নতুন বছরের শুরুতে জানালেন নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার খবর। রবীন্দ্রনাথ ঠাকুকের ছোটগল্প ‘দেনা পাওনা’ অবলম্বনে একই নামে সরকারি অনুদানের ছবি নির্মাণ করতে যাচ্ছেন সাদেক সিদ্দিকী।

সেই ছবিতে নিরুপমা চরিত্রে দেখা যাবে ‘চাচ্চু’ অভিনেত্রীকে।  দীঘি বলেন, “আমি বরাবরই সাহিত্য নির্ভর চলচ্চিত্রের প্রতি দুর্বল। গত বছর কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন আঙ্কেলের একই নামের উপন্যাস অবলম্বনে ‘শ্রাবণ জ্যোত্স্নায়’য় নির্মিতহয়েছিল। পরিচালনা করেছিলেন আবদুস সামাদ খোকন।এবার বিশ্বকবির গল্পে অভিনয়ের সুযোগ পেলাম। নির্মাতার কাছে চিত্রনাট্য শোনার সময় মনে হয়েছে, এই চরিত্রটি করার জন্য আমি প্রস্তুত। আশা করছি, ছবির টিম আন্তরিকতা নিয়ে গুছিয়ে ছবিটি নির্মাণ করবেন। দর্শকও আগ্রহ নিয়ে ছবিটি দেখবে।

নির্মাতা সাদেক সিদ্দিকী বলেন, ‘অনুদান পাওয়ার পর থেকেই নিরুপমা চরিত্রটি নিয়ে দীঘির সঙ্গে আলোচনা করেছিলাম। চরিত্রটির জন্য দীঘিকেই আমার সবচেয়ে পারফেক্ট মনে হয়েছে। অবশেষে আমরা চুক্তি করেছি। খুব শিগগির শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে।’

দীঘি কয়েক বছর ধরে চলচ্চিত্রের পাশাপাশি ওটিটি প্ল্যাটফরমে নিয়মিত কাজ করছেন।

‘শেষ চিঠি’, ‘মার্ডার ৯০’ নামের দুটি ওয়েব ছবিতে দেখা গেছে তাঁকে। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘জংলি’ ও ‘প্রিয় প্রাক্তন’ নামের দুটি চলচ্চিত্র।