শীতের হিম বাতাসে ফ্যাশন এবং উষ্ণতার মিশ্রণে শীতের পোশাক নিয়ে এসেছে লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা।’ শীতকালীন কালেকশনে এবারের থিম অভিযান। উষ্ণ ও আরামদায়ক কাপড়ের সঙ্গে কালো, নেভি ব্লু, লাল, মেরুন, ধূসর ও বাদামি রঙের সমন্বয়ে ডিজাইন করা হয়েছে এবারের সারা’র শীতকালীন আয়োজন। সিনথেটিক, ব্লেন্ডেড, টেনসিল, সুতি ও ডেনিম কাপড়ে তৈরি হয়েছে পোশাকগুলো।
ছেলেদের জন্য রয়েছে বাহারি ডিজাইনের জ্যাকেট, স্যুট সেট, ফুল স্লিভস টি-শার্ট, ডেনিম জ্যাকেট, ডেনিম শার্ট, ক্যাজুয়াল শার্ট, ডেনিম প্যান্ট, চিনো প্যান্ট, জগার্স ও শাল। একইসঙ্গে নারীদের জন্য ‘সারা’ এবার নিয়ে এসেছে বাহারি ডিজাইনের জ্যাকেট, ডেনিম জ্যাকেট, ডেনিম কুর্তি, ডেনিম টপস, শাল ও হুডি টি শার্ট। শিশুদের জন্যও থাকছে শীতকালীন পোশাকের সংগ্রহ। শীতের পোশাকের দাম শুরু হচ্ছে ৫০০ টাকা থেকে।