সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ছয় দফা দাবির বিষয়ে আলোচনায় বসেছে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল ও শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজধানীতে এ বৈঠক শুরু হয়।
জানা গেছে, পলিটেকনিক আন্দোলনের সঙ্গে যুক্ত ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নিয়েছে। বৈঠকে চলমান আন্দোলন, ছয় দফা দাবি এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা হচ্ছে।
এর আগে আন্দোলনরত শিক্ষার্থীরা আজ সকাল থেকে রেলপথ অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল। তবে বৈঠকের প্রেক্ষিতে সেটি মধ্যরাতে স্থগিত ঘোষণা করা হয়। এক ভিডিও বার্তায় 'কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ'-এর কেন্দ্রীয় প্রতিনিধি মাসফিক ইসলাম বলেন, "শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে আমাদের ছয় দফাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। এই বৈঠকে যে সিদ্ধান্ত আসবে, সেটির ওপর ভিত্তি করেই পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে। বৈঠক চলাকালে কোনো কর্মসূচি থাকবে না।"
সারা দেশের পলিটেকনিক শিক্ষার্থীরা গত কয়েক সপ্তাহ ধরেই শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সমতা, প্রযুক্তিগত শিক্ষার মান উন্নয়নসহ ছয় দফা দাবি নিয়ে ধারাবাহিক আন্দোলন চালিয়ে আসছে।
বৈঠক শেষে শিক্ষার্থীদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত ও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে গণমাধ্যমকে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।