সকল খবর বিদেশের খবর

ভারতের ওয়াকফ সংশোধনী বিল পাস!

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ৫-৪-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৬২

ভারতের লোকসভায় বুধবার রাত ১২ ঘণ্টার দীর্ঘ তুমুল আলোচনা শেষে মুসলিমদের দান করা ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনা সংশোধনীর বিল পাস হয়েছে। বিলটির মাধ্যমে ভারতজুড়ে ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার লক্ষ্য রাখা হয়েছে, তবে বিরোধী দল এবং বেশিরভাগ মুসলিম সংগঠন একে সংখ্যালঘুদের সাংবিধানিক অধিকার খর্ব করার পদক্ষেপ হিসেবে চিহ্নিত করেছে।

বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার দাবি করেছে, এই বিলটি আইন হলে ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনায় স্বচ্ছতা আসবে এবং এটি শুদ্ধতার পথে যাবে। তবে বিরোধী দলগুলো এবং মুসলিম সংগঠনগুলো বলছে, এই বিলটি মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতাকে ক্ষুণ্ণ করতে পারে এবং ওয়াকফ সম্পত্তি বাজেয়াপ্ত করার সুযোগ সৃষ্টি করবে।

লোকসভায় বিলটি ২৮৮-২৩২ ভোটে পাস হওয়ায় এটি এখন রাজ্যসভায় যাবে। সেখানে পাস হলে রাষ্ট্রপতির সম্মতি পেলে বিলটি আইনে পরিণত হবে।

বিরোধীদের প্রতিবাদ ও সরকারের প্রতিক্রিয়া

বিরোধী দলের পক্ষ থেকে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়্গে আশঙ্কা প্রকাশ করে বলেছেন, বিজেপির উদ্দেশ্য হচ্ছে ওয়াকফ আইনকে দুর্বল করা এবং মুসলিম সম্প্রদায়ের অধিকার কুক্ষিগত করা। কংগ্রেসের গৌরব গগই বলেছেন, এই বিল সংবিধানকে দুর্বল করবে এবং ভারতের সমাজে বিভেদ সৃষ্টি করবে।

কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিরোধীদের অভিযোগ অস্বীকার করে বলেছেন, ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনায় এই বিল কোনোভাবেই মুসলিম ধর্মীয় কার্যক্রমে হস্তক্ষেপ করবে না। তিনি আরও জানান, ওয়াকফ বোর্ডে কোনো অমুসলিম সদস্য অন্তর্ভুক্ত হবে না।

ওয়াকফ সম্পত্তি এবং বিলের গুরুত্বপূর্ণ দিক

ভারতে ওয়াকফ সম্পত্তির মধ্যে মসজিদ, মাদ্রাসা, আশ্রয়কেন্দ্র এবং মুসলিমদের দান করা হাজার হাজার একর জমি রয়েছে, যা ওয়াকফ বোর্ড দ্বারা পরিচালিত হয়। এই সম্পত্তির মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার কোটি রুপি। নতুন বিলের মাধ্যমে ওয়াকফ বোর্ডের গঠনতন্ত্র সংশোধন, অমুসলিমদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা, এবং ওয়াকফ সম্পত্তি নির্ধারণের জন্য সরকারের ক্ষমতা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

তবে কিছু পরিবর্তন আনার পরেও বিরোধী দলগুলোর মতে, এই বিল মুসলিমদের ধর্মীয় স্বাধীনতায় আঘাত হানতে পারে এবং ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনা দুর্বল করবে।