অন্যান্য খবর ব্যবসা ও বাণিজ্য

১ ডলারে ৭৭৭,০০০ রিয়াল!

নিজস্ব প্রতিবেদক, অনিন্দ্যবাংলা

প্রকাশ : ২৪-১২-২০২৪ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৭৯

অনিন্দ্যবাংলা : ইরানি মুদ্রা রিয়ালের দাম আজ বুধবার নতুন ইতিহাস সৃষ্টি করেছে। এক ডলার এখন ৭ লাখ ৭৭ হাজার রিয়ালে বিক্রি হচ্ছে, যা দেশটির মুদ্রা বাজারের জন্য একটি ভয়াবহ পতন। গত নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে জয়লাভের পর থেকেই ইরানি রিয়ালের মূল্য একের পর এক পতন হতে থাকে। তখন থেকে এখন পর্যন্ত রিয়াল ১০ শতাংশের বেশি হারিয়েছে, যা তেহরানের জন্য নতুন এক অর্থনৈতিক চ্যালেঞ্জ সৃষ্টি করেছে।

তেহরানের মুদ্রা বিক্রেতারা জানান, ৫ নভেম্বরের পর মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের মূল্য একেবারে তলানিতে নেমে গেছে। ওই দিন রিয়ালের দাম ছিল ৭ লাখ ৩ হাজার রিয়াল। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং জ্বালানির সংকটের কারণে ইরান তার মুদ্রার মূল্য ধরে রাখতে পারছে না। রিয়াল মজবুত করতে ইরানের কেন্দ্রীয় ব্যাংক অতীতে বাজারে বিদেশি মুদ্রা বিক্রি করত, তবে এখন পরিস্থিতি আরও খারাপ।

এদিকে, ইরানের কর্তৃপক্ষ গত মঙ্গলবার জানিয়েছে যে, বিদেশি মুদ্রার সরবরাহ বৃদ্ধি করা হবে এবং রিয়ালের বিনিময় হার স্থিতিশীল করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। ইতিমধ্যে ২২ কোটি ডলারের সমপরিমাণ বিদেশি মুদ্রা বাজারে ছাড়া হয়েছে।

ইরানে বিদ্যুৎ ও গ্যাসের সংকট তীব্র হয়েছে, যার কারণে স্কুল, বিশ্ববিদ্যালয় ও সরকারি দপ্তরগুলো বন্ধ রাখতে হয়েছে। দেশটি দীর্ঘদিন ধরে জ্বালানি খাতে পর্যাপ্ত বিনিয়োগ করতে পারেনি, ফলে বিদ্যুৎ এবং গ্যাসের ঘাটতি বৃদ্ধি পেয়েছে।

২০১৫ সালে ইরান যখন পারমাণবিক চুক্তি সই করেছিল, তখন ১ ডলার সমান ছিল ৩২ হাজার রিয়াল। কিন্তু ট্রাম্প ২০১৮ সালে পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিলে ইরানের অর্থনীতি দুর্বল হয়ে পড়ে এবং রিয়ালের মূল্য আরও পতন ঘটে। বর্তমান পরিস্থিতি দেশটির জন্য বড় এক অর্থনৈতিক বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে।