অন্যান্য খবর অর্থনীতি

২০২৪ সালে বিএনপির আয়ে রেকর্ড উল্লম্ফন, ইসিতে জমা পড়েছে হিসাব

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ২৭-৭-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০২৪

নির্বাচন কমিশনে (ইসি) ২০২৪ সালের আয় ও ব্যয়ের হিসাব জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। চলতি বছরের হিসাব অনুযায়ী, বিএনপির আয়ে নজিরবিহীন উল্লম্ফন দেখা গেছে, যা বিগত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ।

রোববার সকালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন ভবনে গিয়ে ইসি সচিব মো. আখতার আহমেদের কাছে এই হিসাবপত্র হস্তান্তর করেন।

রিজভী সাংবাদিকদের জানান, ২০২৪ পঞ্জিকা বছরে বিএনপির মোট আয় হয়েছে ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা। আগের বছর, অর্থাৎ ২০২৩ সালে দলটির আয় ছিল মাত্র ১ কোটি ১০ লাখ ৮০ হাজার ১৫১ টাকা। অর্থাৎ এক বছরে আয় বেড়েছে প্রায় ১৩১৩ শতাংশ।

আয়ের বড় অংশ এসেছে দলীয় সদস্যদের মাসিক চাঁদা, বই-পুস্তক বিক্রয়, ব্যাংক সুদ এবং এককালীন অনুদান থেকে।

২০২৪ সালের ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচন বর্জন করলেও বিএনপির ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২০ টাকা। এতে চলতি বছরের শেষে দলের হাতে অবশিষ্ট রয়েছে ১০ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ১৯ টাকা।

রিজভী বলেন, “ব্যয় হয়েছে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, ব্যক্তিগত ও দুর্যোগকালীন সহযোগিতা, লিফলেট ও পোস্টার ছাপানোসহ নানা খাতে।”

এসময় তিনি বলেন, “যারা অতীতে গণতন্ত্র ধ্বংস করেছে, তারা এখনো নির্বাচনকে বানচাল করতে পারে— এ ধরনের চক্রান্ত রুখতে সরকারকে সক্রিয় থাকতে হবে।”

তিনি আরও অভিযোগ করেন, “আওয়ামী লীগ অতীতে মেরুদণ্ডহীন ব্যক্তিদের নির্বাচন কমিশনে বসিয়ে ভোটে কারচুপি করেছিল। তবে বিএনপি প্রত্যাশা করে, বর্তমান ইসি যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করে নিজেদের একটি আস্থার প্রতিষ্ঠানে পরিণত করবে।”