অন্যান্য খবর রাজনীতি

২০২৬ সালের নির্বাচনের ঘোষণা বিএনপির স্বাগত, জাতীয় ঐক্যের আহ্বান মির্জা ফখরুলের

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ৬-৮-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০০৯

২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একে “ঐতিহাসিক” উল্লেখ করে বলেছেন, এই ঘোষণা দেশে দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে গণতন্ত্রের পথে অগ্রযাত্রা নিশ্চিত করবে।

বুধবার (৬ আগস্ট) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, “বিএনপি মনে করে এই নির্বাচন যেন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়—সেজন্য সরকার ও নির্বাচন কমিশন প্রয়োজনীয় সব প্রস্তুতি নেবেন।”

তিনি আরও জানান, বিএনপি একটি কার্যকর জাতীয় সংসদ গঠনের মাধ্যমে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায়। এজন্য সব রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও জনগণের প্রতি ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে জুলাই ঘোষণাপত্র নিয়েও প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, “গতকাল ৫ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করেছেন, বিএনপি তা আন্তরিকভাবে স্বাগত জানায়। এ ঘোষণাপত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে গণতান্ত্রিক সংস্কারের অঙ্গীকার করা হয়েছে, তা বাস্তবায়নের মধ্য দিয়ে দেশে একটি নতুন রাজনৈতিক ভবিষ্যৎ নির্মাণ সম্ভব হবে।”

তিনি বলেন, “এই ঘোষণার মাধ্যমে একটি মানবিক, সাম্যভিত্তিক, ন্যায়বিচারপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশ গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে। যারা এ সংগ্রামে অংশ নিয়েছেন, শহীদ হয়েছেন, আহত কিংবা পঙ্গু হয়েছেন—তাদের প্রতি বিএনপির পক্ষ থেকে রইল গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।”

এ সময় বিএনপির পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ড. ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, “বিগত এক বছরে নানা প্রতিকূলতা সত্ত্বেও গণতন্ত্রের পথ সুগম করতে যাঁরা কাজ করেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ। আমাদের প্রত্যাশা, রাষ্ট্র কাঠামোর সংস্কারের বাকি কাজগুলো দ্রুত সম্পন্ন হবে।”

বিএনপি মনে করে, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য একটি নির্বাচনই পারে গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং জনগণের আস্থাভাজন একটি কার্যকর সংসদ প্রতিষ্ঠা করতে। এজন্য দলটি আবারও জাতীয় ঐক্যের ডাক দিয়েছে।