সকল খবর বিদেশের খবর

৪৮ ঘণ্টার মধ্যে কাজের হিসাব দাও, নইলে চাকরি নেই

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ২৩-২-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৪৮

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেশটির ফেডারেল কর্মচারীদের উদ্দেশ্যে একটি ই-মেইল পাঠিয়েছে। ই-মেইলে তাদের গত সপ্তাহের কাজের সাফল্য বিস্তারিতভাবে জানাতে বলা হয়েছে। ই-মেইলে জানানো হয়, যদি কর্মচারীরা সোমবার রাতের মধ্যে এই তথ্য সরবরাহ না করেন, তবে তাদের চাকরি হারানোর ঝুঁকি রয়েছে।

এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। ট্রাম্প প্রশাসনের সরকারি দক্ষতা বিভাগের (ডিওজিই) প্রধান, ধনকুবের ইলন মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দেয়ার পরপরই এই ই-মেইল পাঠানো হয়। পোস্টে তিনি জানান, ফেডারেল কর্মচারীরা শিগগিরই একটি ই-মেইল পাবেন, যাতে তাদের গত সপ্তাহের কাজের বর্ণনা দিতে বলা হবে।

পোস্টে মাস্ক উল্লেখ করেন, "ই-মেইলে সাড়া না দিলে সেটি কর্মচারীর পদত্যাগ হিসেবে গণ্য হবে।"

এদিকে, ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ একটি পোস্ট দিয়ে বলেন, ২৩ লাখ কর্মী বাহিনী নিয়ে আরও আক্রমণাত্মক হতে হবে ডিওজিইকে, যাতে ফেডারেল কর্মচারী বাহিনী কমিয়ে আরও কার্যকরভাবে পরিচালনা করা যায়।

এ পদক্ষেপটি ট্রাম্প প্রশাসনের আক্রমণাত্মক কর্মী কমানোর পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে।