সকল খবর দেশের খবর

৯০ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অভিযোগ, যাচাই-বাছাই চলছে!

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ৫-৪-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৪৫

মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক বলেছেন, ‘এ পর্যন্ত ৯০ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলা থেকে অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে ৪০ হাজার ডাটা এন্ট্রি হয়ে গেছে এবং বাকি ৫০ হাজার ডাটা এন্ট্রির কাজ চলমান রয়েছে।’ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বর্তমানে এসব ভুয়া মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই করছে।

তিনি আরো জানান, মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ও মুক্তিযোদ্ধাদের মর্যাদা বজায় রাখতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। তাঁর ভাষ্য, ‘মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে রাজনৈতিক বাণিজ্য, ফেরিওয়ালাদের ভূমিকা এবং ভুয়া মুক্তিযোদ্ধাদের উত্থান প্রকৃত মুক্তিযোদ্ধাদের ইমেজ সংকটে ফেলেছে।’

ফারুক ই আজম বলেন, ২২ বছর বয়সে তিনি পাকিস্তানি শাসনের বিরুদ্ধে প্রতিবাদের আগুন জ্বালিয়ে যুদ্ধের জন্য গিয়েছিলেন। তিনি আরও বলেন, বর্তমানের মুক্তিযুদ্ধের চেতনা ও সেই সময়কার চেতনার মধ্যে বিরাট পার্থক্য রয়েছে।

তিনি মুক্তিযুদ্ধে শহীদদের পরিবারগুলোকে খুঁজে বের করার ওপরও গুরুত্ব আরোপ করেছেন। তিনি জানান, ‘শহীদ মুক্তিযোদ্ধাদের মধ্যে ১৩৯৯ জনের পরিবার এখনও ভাতা গ্রহণ করছে না। সরকার তাদের খুঁজে বের করতে কাজ শুরু করেছে।’

তিনি জানান, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় রাজনৈতিক হস্তক্ষেপ থেকে দূরে থাকায় মুক্তিযোদ্ধাদের কল্যাণে পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হচ্ছে এবং তা বাস্তবায়িত হলে মুক্তিযুদ্ধের কল্যাণে দীর্ঘদিনের বঞ্চনা দূর হবে।