আদিবাসী ছাত্র-জনতার আন্দোলনে হামলা, আহত অনেকেই
- আপলোড তারিখঃ 15-01-25 ইং |
- নিউজটি দেখেছেনঃ 100001 জন
আদিবাসী ছাত্র-জনতার আন্দোলনে হামলা, আহত অনেকেই
রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র–জনতা’র বিক্ষোভে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ নামে একটি সংগঠন হামলা চালিয়েছে। এতে ছাত্র-সাংবাদিকসহ অন্তত ৯ জন আহত হয়েছেন।
বুধবার বেলা সাড়ে ১২টার দিকে এনসিটিবি ভবনের সামনে এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে দুপুর পৌনে দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।
আহতরা হলেন- ধনজেতরা (২৮), অন্তত ধামাই (৩৫), ফুটন্ত চাকমা ( ২২), ইসাবা শুহরাত (৩২), রেংইয়ং ম্র (২৭), রূপাইয়া স্রেষ্টা তনচঙ্গা (২৫), ডোনায়ই ম্রো (২৫) শৈলী (২৭) ও ডিবিসি'র সাংবাদিক জুয়েল মার্ক (৩৫)।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র–জনতা একটি মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাব ও দৈনিক বাংলা হয়ে মতিঝিল মেট্রো স্টেশনের নিচে পৌঁছায়। সেখানে আগে থেকেই অবস্থান করছিলো স্টুডেন্টস ফর সভারেন্টির সদস্যরা। এসময় তাদের অনেকের হাতেই লাঠিসোঁটা দেখা যায়।
সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র–জনতার মিছিলটি মেট্রো স্টেশনের নিচে পৌঁছালে স্টুডেন্টস ফর সভারেন্টির সদস্যরা প্রথমে তাদের বাধা দেয়। পরে কথাকাটাকাটির একপর্যায়ে হামলার ঘটনা ঘটে।
হামলায় আহত শান্তিময় চাকমা নামে বলেন, পাঠ্য বইয়ের আদিবাসী শব্দ পুনরায় লিখনের দাবিতে মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সময় স্টুডেন্ট মুভমেন্ট ফর সভারেন্টি নামের একটি সংগঠনের অজ্ঞাতনামা কয়েকজন অতর্কিতভাবে আমাদের উপরে হামলা চালায়। এতে অনেকেই আহত হন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, এ ঘটনায় ঢামেক জরুরি বিভাগে আহতদের চিকিৎসা চলছে।