অন্যান্য খবর রাজনীতি

আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ১-৯-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৭৮

আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সারাদেশে আলোচনা সভা, র‌্যালি, দলীয় পতাকা উত্তোলনসহ নানা কর্মসূচি পালন করছে দলটি। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলের নেতারা অতীত সংগ্রামের কথা স্মরণ করে ভবিষ্যতের জন্য গণতান্ত্রিক অভিযাত্রার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনিই ছিলেন দলের প্রথম চেয়ারম্যান। তাঁর মৃত্যুর পর ১৯৮৩ সালের ২১ ফেব্রুয়ারি বিএনপির নেতৃত্ব গ্রহণ করেন তাঁর স্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ রাজনৈতিক পথপরিক্রমায় তিনি হয়েছেন দলের অগ্রভাগের নেতৃত্বের প্রতীক।

তবে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় কারাদণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে যান খালেদা জিয়া। দুই বছরের বেশি সময় কারাভোগের পর বর্তমানে তিনি গুরুতর অসুস্থ। বয়সের ভার, মামলার জটিলতা ও শারীরিক অসুস্থতার কারণে এখন আর রাজনীতিতে সক্রিয় নন তিনি।

বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তারেক রহমান। তিনি ২০০৭ সাল থেকে যুক্তরাজ্যে অবস্থান করছেন। দল পরিচালনার দায়িত্ব তিনি সেখান থেকেই পালন করছেন। প্রায় ১৭ বছর ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপি এখনো সক্রিয়ভাবে সরকারবিরোধী রাজনীতিতে অংশ নিচ্ছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রোববার পাঠানো এক বাণীতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির সর্বস্তরের নেতা-কর্মী ও সমর্থকদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘‘দেশে এখনো প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। স্বাধীন মতপ্রকাশের অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা এবং বিচার বিভাগের নিরপেক্ষতা নিশ্চিত না হওয়ায় জনগণের অধিকার খর্ব হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে প্রয়োজন জনগণের দ্বারা নির্বাচিত জবাবদিহিমূলক সরকার।’’

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক এক বাণীতে বলেন, ‘‘সুস্থ রাজনৈতিক সংস্কৃতি, আইনের শাসন এবং অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব। দুঃশাসনের অবসান ঘটিয়ে একটি পরমতসহিষ্ণু, মানবিক ও সমঅধিকারের সমাজ গড়াই বিএনপির লক্ষ্য।’’

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি: আজ সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের শাখা কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হয়। বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।

দিবসটি উপলক্ষে সারাদেশের জেলা ও মহানগরে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল মঙ্গলবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‍্যালি বের করা হবে। এরপর ৩ সেপ্টেম্বর (বুধবার) উপজেলা ও পৌরসভা পর্যায়ে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও র‍্যালি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি সংবাদপত্রে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, পোস্টার বিতরণ এবং সমসাময়িক রাজনীতি ও জাতীয় ইস্যু নিয়ে গোলটেবিল আলোচনার আয়োজন করেছে।

দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে নানা চড়াই-উতরাই পেরিয়ে বিএনপি আজ ৪৭ বছরে পা রাখল। ভবিষ্যতের পথচলায় দলটি কতটা প্রাসঙ্গিক ও কার্যকর ভূমিকা রাখতে পারে, তা নির্ধারণ করবে আগামী দিনগুলো।