৫৮তম বিশ্ব ইজতেমা আজ রবিবার দুপুর ১২টায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। এ বছরই প্রথম, ইজতেমা ময়দানে পবিত্র শবেবরাত পালন করা হয়েছে। দুই পর্বে বিভক্ত হয়ে অনুষ্ঠিত ইজতেমার এবারের আয়োজনকে ইতিহাসে স্মরণীয় করে রাখবে আখেরি মোনাজাতের তিনটি পর্ব এবং বিশেষ ধর্মীয় কার্যক্রম।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। এটি রবিবার দুপুর ১২টায় টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান এবং সাদপন্থীদের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম এ তথ্য নিশ্চিত করেছেন।
এবারের ইজতেমায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং ধর্মীয় কার্যক্রমের মধ্যে গুরুত্বপূর্ণ বয়ান, তাসবিহ, জিকির ও ইবাদত বন্দেগির মাধ্যমে মুসল্লিরা দিন কাটিয়েছেন। গতকাল, ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে তাবলিগ জামাতের উসুল (মৌলিক বিষয়) নিয়ে বয়ান করেন মাওলানা ইলিয়াস বিন সাদ, যার তরজমা করেন মাওলানা ওসামা ইসলাম। বয়ানগুলি উর্দু, বাংলা, ইংরেজি, আরবি, তামিল, মালয়, তুর্কি ও ফরাসি ভাষায় তাত্ক্ষণিকভাবে অনুবাদ করা হচ্ছিল।
এছাড়া, ইজতেমায় দেশ-বিদেশের প্রায় এক হাজার ৭০০ মুসল্লি উপস্থিত হয়েছেন। অস্ট্রেলিয়া, আলজেরিয়া, বাহরাইন, কম্বোডিয়া, কানাডা, চীন, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মায়ানমার, পাকিস্তান, সৌদি আরব, সিঙ্গাপুর, সুদান, থাইল্যান্ড, তিউনিশিয়া—এই সব দেশের মুসল্লিরা ইজতেমায় অংশ নিয়েছেন। বিদেশি মুসল্লিদের জন্য বিশেষ তাঁবু তৈরি করা হয়েছে।
গুজব সৃষ্টির অভিযোগে গতকাল এক ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়। গুজবটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছিল, যাতে ইজতেমায় হামলার হুমকির বিষয়টি তুলে ধরা হয়েছিল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নিয়েছে বলে জানান জিএমপি কমিশনার।
দুঃখজনকভাবে, দ্বিতীয় পর্বে তিন মুসল্লি মারা গেছেন। তাঁরা হলেন শরীয়তপুরের আব্দুল আজিজ শেখ (৬২), বগুড়ার নাজমুল হোসেন (৭৫) এবং খুলনার দিদার তরফদার (৫৫)।
বিশ্ব ইজতেমার পরিবেশ ছিল শান্তিপূর্ণ এবং মুসল্লিরা একত্রিত হয়ে ধর্মীয় কার্যক্রমে অংশ নিয়েছেন। বিয়ের অনুষ্ঠানে গতকাল ৯টি যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়, যা ইজতেমার ধর্মীয় ঐতিহ্যের অংশ হিসেবে আয়োজিত হয়।
এভাবে আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ৫৮তম বিশ্ব ইজতেমা সফলভাবে শেষ হবে, যা মুসলিম বিশ্বে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ঘটনা হিসেবে স্থান করে নেবে।