অনিন্দ্যবাংলা ডেস্ক: টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত শুরা-ই-নিজামের ৬ দিনের বিশ্ব ইজতেমা শেষ হয়েছে। মাওলানা জুবায়ের আখেরি মোনাজাত পরিচালনা করেন, যেখানে লাখ লাখ মুসল্লি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং বিশ্ব শান্তির জন্য দোয়া করেন। ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে তুরাগ তীর।
ইজতেমার প্রথম পর্বে, ভারতের ব্যাঙ্গালোরের তাবলীগের শীর্ষ মুরুব্বি ফারুক সাহেবের বয়ানের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। তার বক্তব্য বাংলায় অনুবাদ করেন মুফতি আমানুল হক। পরে হেদায়াতি বয়ান করেন ভারতের মাওলানা আব্দুর রহমান এবং তার বক্তব্য বাংলায় অনুবাদ করেন মাওলানা আব্দুল মতিন। এরপর নসিয়ত মূলক বয়ান দেন মাওলানা ইব্রাহিম দেউলা, যা বাংলায় অনুবাদ করেন মাওলানা জুবায়ের।
এদিন, ১২টা ৮ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয় এবং ১২টা ২৭ মিনিট পর্যন্ত চলে, যেখানে মুসল্লিরা মহান আল্লাহর কাছে দোয়া এবং ক্ষমা প্রার্থনা করেন। এতে বিশ্ব শান্তি ও ঐক্য কামনা করা হয়।
এদিকে, আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাওলানা সা’দ অনুসারীদের তিন দিনের বিশ্ব ইজতেমা। এই ইজতেমা ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং শেষ হবে আখেরি মোনাজাতের মাধ্যমে।
উল্লেখ্য, এবার শর্ত অনুসারে সাদ অনুসারীরা ইজতেমা আয়োজন করছেন, যা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় অনুষ্ঠিত হচ্ছে। এই বছরই টঙ্গীর ময়দানে সাদ অনুসারীদের শেষ বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।
বিশ্ব ইজতেমার আয়োজন সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটির সদস্যরা ধন্যবাদ জানিয়েছেন সকল মুসল্লি ও সহযোগীদের।