ঢাকা | বঙ্গাব্দ
সকল খবর মহাবিশ্বের খবর

আরেকটি মহামারি বিশ্বকে কোথায় নিয়ে যাবে, জানাল লয়েডস

  • আপলোড তারিখঃ 29-12-24 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 100009 জন

আরেকটি মহামারি বিশ্বকে কোথায় নিয়ে যাবে, জানাল লয়েডস

মানবজাতির ওপর আরেকটি মহামারির প্রভাব বিশ্ব অর্থনীতিকে আগামী পাঁচ বছরে ১৩.৬ ট্রিলিয়ন ডলারের ক্ষতির মুখে ফেলতে পারে বলে অনুমান করেছে বাণিজ্যিক বীমা সংস্থা লয়েডস অফ লন্ডন।

সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে বৈশ্বিক বাণিজ্যিক বীমা সংস্থাটি।

লয়েডস এবং কেমব্রিজ সেন্টার ফর রিস্ক স্টাডিজের যৌথ বিশ্লেষণ অনুযায়ী, সবচেয়ে গুরুতর পরিস্থিতিতে এই ক্ষতির পরিমাণ হতে পারে ৪১.৭ ট্রিলিয়ন ডলার। যা বৈশ্বিক জিডিপির ১.১ শতাংশ থেকে ৬.৪ শতাংশ হ্রাসের সমান। 

অন্যদিকে সবচেয়ে হালকা পরিস্থিতিতে এই ক্ষতি হবে ৭.৩ ট্রিলিয়ন ডলার।এই ক্ষতি মূলত স্থানীয় লকডাউন এবং বৈশ্বিক ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে শিল্প খাতে হওয়া বিঘ্ন থেকে আসবে।বিশ্ব অর্থনীতির ওপর মহামারির সম্ভাব্য প্রভাব নিয়ে এই গবেষণা বিভিন্ন শিল্প এবং নীতিনির্ধারকদের জন্য প্রস্তুতি গ্রহণে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সূত্র: রয়টার্স