অন্যান্য খবর অর্থনীতি

আর্থিক খাত পুরোপুরি এগোতে পারেনি : গভর্নর

নিজস্ব প্রতিবেদক, অনিন্দ্যবাংলা

প্রকাশ : ২৯-১২-২০২৪ ইং | নিউজটি দেখেছেনঃ ৫১০২

ব্যাংকসহ দেশের আর্থিক খাত গত ৫৩ বছরে অনেক দূর এগিয়েছে। তবে যত দূর এগোনোর কথা ছিল, তত দূর এগোতে পারেনি বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

রবিবার (২৯ ডিসেম্বর) বিআইবিএমের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। 

আমাদের সবার আলাদা আলাদা দায়িত্ব ছিল। সবাই হয়তো সেই দায়িত্ব পালন করতে পারিনি। তবে বিষয়টি নিয়ে আত্মসমালোচনা করা দরকার। 

তিনি আরো বলেন, ব্যাংকিং ট্রেনিংয়ের পাশাপাশি নৈতিকতাবোধ বৃদ্ধির চর্চা চালু করতে হবে।

তা না হলে অর্থই অনর্থের মূলে পরিণত হবে। কারণ ব্যাংক পরিচালনার জন্য অভিজ্ঞতার পাশাপাশি সৎ, মানবিক ও নৈতিক ব্যাংকারের প্রয়োজন।

গভর্নর আরো বলেন, আন্তর্জাতিক ব্যাংকিংয়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। এ জন্য সবুজ ব্যাংকিং ও আর্থিক অন্তর্ভুক্তিতে গুরুত্ব দেওয়া দরকার।