ঢাকা | বঙ্গাব্দ
সকল খবর বিদেশের খবর

আট দিন পর বাঁকুড়ার জঙ্গলে ঘুমপাড়ানি গুলিতে কাবু বাঘিনী জিনাত

  • আপলোড তারিখঃ 30-12-24 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 100004 জন

আট দিন পর বাঁকুড়ার জঙ্গলে ঘুমপাড়ানি গুলিতে কাবু বাঘিনী জিনাত

পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলার জঙ্গলমহলে টানা আট দিন আত্মগোপনে ছিল আলোচিত বাঘিনী জিনাত। বাঁকুড়ার জঙ্গলে আজ রোববার বন বিভাগের কর্মকর্তারা ছন্নছাড়া এ বাঘিনীকে ঘুমপাড়ানি গুলি করতে সক্ষম হন। গুলি খেয়ে দুর্বল হয়ে পড়া বাঘিনীকে বন্দী করেছেন বন বিভাগের কর্মকর্তারা।

জিনাতকে ধরার জন্য কয়েক দিন ধরে বন বিভাগ ড্রোন ব্যবহার করে তার অবস্থানের ওপর নজর রাখছিল। গতকাল রাতে এই বাঘিনীকে বন্দী করার জন্য বন বিভাগের ৪০ জন কর্মী আগুন জ্বালিয়ে বাঁকুড়ার বড়জোড়া জঙ্গলের একাংশ জাল দিয়ে ঘিরে রাখেন। এদিন দুবার ঘুমপাড়ানি গুলি ছোড়া হলেও তা তার গায়ে লাগেনি। কিন্তু আজ তা সফল হয়। এরপর তাকে বন্দী করা হয়।

গত ১৫ নভেম্বর মহারাষ্ট্রের তাড়োবা-আন্ধারী বাঘ প্রকল্প থেকে ওডিশার ময়ূরভঞ্জ জেলার সিমলিপাল বাঘ প্রকল্পের জন্য আনা হয় তিন বছরের জিনাতকে। সম্প্রতি সিমলিপাল বাঘ প্রকল্প থেকে পাশের পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে ঢুকে পড়ে সেটি। ২২ ডিসেম্বর বাঘিনী চলে যায় বন্দোয়ানের রাইকা পাহাড়ের জঙ্গলে।

জিনাতের চলাচল পথে খাঁচা পেতেও তার নাগাল পাওয়া যায়নি। গরু, ছাগল, মোষের মাংস দিয়ে পাতানো ফাঁদও কাজে আসেনি। গলায় রেডিও কলার থাকলেও তা অনুসরণ করে জিনাতের অবস্থান শনাক্ত করা যায়নি। বনকর্মীদের চোখ ফাঁকি দিয়ে তা নিয়েই ঘুরে বেড়িয়েছে জিনাত তিন জেলায়। অবশেষে আজ ধরা পড়ল ঘুমপাড়ানি গুলিতে।