অন্যান্য খবর আইন-আদালত

আওয়ামী লীগ কর্মীদের হামলায় বেশ কয়েজনজন আহত

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ৮-২-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৭৬

গাজীপুরে ক্ষমতাচ্যুত সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে আওয়ামী লীগ কর্মী-সমর্থকদের হামলায় ১৫ জন ছাত্র-জনতা আহত হয়েছেন। গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় অবস্থিত মন্ত্রী মোজাম্মেল হকের বাড়ির সামনে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিক্ষুব্ধ জনতা মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে গিয়ে প্রতিবাদ জানাচ্ছিলেন। এই সময় মসজিদের মাইকে তাদের ‘ডাকাত’ হিসেবে ঘোষণা করা হয়। এরপর আওয়ামী লীগ নেতা, কর্মী এবং সমর্থকরা ওই জনতার ওপর হামলা চালায় এবং তাদের বেধড়ক মারধর করে। হামলায় অন্তত ১৫ জন ছাত্র-জনতা আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি-উত্তর) রবিউল ইসলাম জানান, "এটি দেশের সাম্প্রতিক ঘটনাবলীর একটি পরিণতি। বিক্ষুব্ধ জনতা সাবেক মন্ত্রীর বাড়িতে গিয়ে আওয়ামী লীগের কর্মীদের হাতে হামলার শিকার হন। এখন পর্যন্ত ১৫ জন আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

এদিকে, গাজীপুরের স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আওয়ামী লীগ কর্মী-সমর্থকরা সংঘবদ্ধভাবে হামলা চালায় এবং পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং স্থানীয়রা ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি নিয়ে শঙ্কিত।

এদিকে, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।