অন্যান্য খবর রাজনীতি

আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদেরকে কারাগারে পাঠানোর আদেশ!

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ৬-৪-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫১২১

সরকারবিরোধী আন্দোলনের সময় আইনজীবীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার মামলায় আদালত আওয়ামী লীগ সমর্থক ৭০ জন আইনজীবীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। একই মামলায় ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু সাঈদ সাগর এবং ৯ জন নারী আইনজীবীকে জামিন দেওয়া হয়েছে।

ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন রোববার এই আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির সভাপতি ও বাদীপক্ষের আইনজীবী খোরশেদ আলম মিয়া।

আদালত সূত্রে জানা গেছে, মোট ৮০ জন আইনজীবী আজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেন, তারা উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন এবং জামিন granted হলে তারা পলাতক হবেন না। তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে, তাদের জামিন আবেদনের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। অবশেষে আদালত ৭০ জনের জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। অপরদিকে, জামিন পেয়েছেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু সাঈদ সাগর এবং ৯ জন নারী আইনজীবী।

এই মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের ওপর হামলা, আইনজীবীদের চেম্বার ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে। মামলার আসামি মোট ১৪৪ জন আইনজীবী ছিলেন, যাদের মধ্যে ১১৫ জন উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন পেয়েছিলেন। সেই জামিনের মেয়াদ আগামীকাল সোমবার শেষ হবে।

এদিকে, জামিনের আবেদন নাকচ হওয়া আইনজীবীরা নিজেদের আইনজীবী হওয়া সত্ত্বেও তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছেন, তবে আদালতের সিদ্ধান্ত অনুসরণ করতে বাধ্য হয়েছেন।