সকল খবর
সর্বশেষ খবর
আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো
নিজস্ব প্রতিবেদক, অনিন্দ্যবাংলা
প্রকাশ : ৩০-১-২০২৫ ইং |
নিউজটি দেখেছেনঃ ৫০৭৪
আয়কর রিটার্ন জমা দেয়ার সময়সীমা আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এত
বলা হয়, আয়কর আইন, ‘২০২৩ এর ধারা ৩৩৪ এর দফা (খ) এ প্রদত্ত ক্ষমতাবলে
জাতীয় রাজস্ব বোর্ড জনস্বার্থে সরকারের পূর্বানুমোদনক্রমে কোম্পানি ব্যতিত
সব করদাতার ২০২৪-২০২৫ করবর্ষের জন্য নির্ধারিত করদিবস ৩১ জানুয়ারির
পরিবর্তে ১৬ ফেব্রুয়ারি নির্ধারণ করি।’
দু’দফা সময় বাড়ানোর পর আগামীকাল ৩১
জানুয়ারি রিটার্ন জমা দেয়ার সময় শেষ হচ্ছে। এর আগে গত ২৯ ডিসেম্বর ও ১৭
নভেম্বর পৃথক দু’টি আদেশে দু’দফা এক মাস করে সময় বাড়ায় এনবিআর।
বর্তমানে এক কোটির বেশি কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন। তাদের মধ্যে প্রতিবছর ৪০ লাখের বেশি টিআইএনধারী রিটার্ন দেন।
জুলাই-আগস্টের ছাত্র–জনতার আন্দোলন,
ব্যবসা-বাণিজ্যে অনিশ্চয়তাসহ বিভিন্ন কারণে সময় বাড়ানো হয়েছে। প্রতিবছরই
নির্দিষ্ট সময়ের পর রিটার্ন জমার সময় বাড়ানোর অভ্যাস থেকে বের হতে পারছে না
এনবিআর। এবারো ব্যতিক্রম নয়।