অন্যান্য খবর অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের নতুন মুদ্রানীতি আজ ঘোষণা

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ১০-২-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৮৫

সুদ হার অপরিবর্তিত রেখে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। আজ সোমবার বিকাল তিনটায় কেন্দ্রীয় ব্যাংকের সদর দফতরে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ মুদ্রানীতি ঘোষণা করবেন গভর্নর ড. আহসান এইচ মনসুর।

রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই হবে ড. আহসান এইচ মনসুরের প্রথম মুদ্রানীতি ঘোষণা।

বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে গভর্নর মুদ্রাস্ফীতি ব্যবস্থাপনা, বেসরকারি খাতে ঋণের প্রবাহ বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদারের ক্ষেত্রে বর্তমান মুদ্রানীতি কাঠামোর (এমপিএস) ফলাফল সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করবেন। অনুষ্ঠানে ডেপুটি গভর্নর, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান, গবেষণা বিভাগের নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

সূত্র জানিয়েছে, নতুন মুদ্রানীতিতে বিনিময় হার ব্যবস্থাপনায় বড় কোনো পরিবর্তন আসছে না। মূলত সাম্প্রতিক সময়ে মূল্যস্ফীতি সামান্য কমে আসা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলারে স্থিতিশীল থাকার কারণেই এমন নীতি গ্রহণ করা হচ্ছে।

গত বছরের ১৮ জুলাই চলতি অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছিল বাংলাদেশ ব্যাংক। তবে তখন কোনো সংবাদ সম্মেলন না করে কেবল ওয়েবসাইটে মুদ্রানীতির ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছিল। এবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।