বাংলাদেশের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের পর ভারতের আদানি গ্রুপ পুনরায় পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিপিডিবির চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজুল করিম বলেন, "আমরা আদানি গ্রুপকে নিয়মিত অর্থ পরিশোধ করছি। বকেয়া শোধের পর তারা এখন আমাদের চাহিদা অনুযায়ী সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহ করছে।"
সূত্রমতে, আদানি গ্রুপের প্রাপ্য ৮৫ কোটি রুপির মধ্যে বাংলাদেশ ইতিমধ্যে ৫ কোটি রুপি পরিশোধ করেছে। অবশিষ্ট অর্থ আগামী ছয় মাসের মধ্যে পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
ঝাড়খণ্ডের গোড্ডা জেলায় আদানির ১,৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্রটি বিশেষভাবে বাংলাদেশের জন্যই নির্মিত হয়েছে। ২০১৭ সালের চুক্তি অনুযায়ী, এই কেন্দ্র থেকে উৎপাদিত সমস্ত বিদ্যুৎ বাংলাদেশ পায়।
২০২৪ সালের আগস্টে বাংলাদেশের বৈদেশিক রিজার্ভ সংকটের কারণে আদানির বকেয়া বিল জমতে থাকে। এ অবস্থায় গত অক্টোবরে আদানি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনে। তবে এখন বকেয়া পরিশোধের প্রক্রিয়া এগিয়ে যাওয়ায় পুনরায় সম্পূর্ণ সরবরাহ চালু হয়েছে।
বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, "বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ায় জাতীয় গ্রিডে স্থিতিশীলতা ফিরেছে। বিশেষ করে চলমান গ্রীষ্ম মৌসুমে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
আদানি গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতা জোরদার করতে আগ্রহী। বাংলাদেশও বিদ্যুৎ খাতে বিনিয়োগ বাড়ানোর জন্য আদানিসহ বিভিন্ন বিদেশি কোম্পানির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।