অন্যান্য খবর আইন-আদালত

ধোবাউড়ায় পিকআপভর্তি ১১৬ বোতল ভারতীয় মদসহ যুবক আটক

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ২২-৭-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০১৬

ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলায় ভারতীয় চোরাচালানকৃত ১১৬ বোতল মদসহ এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২১ জুলাই) ভোরে উপজেলার সদর বাসস্ট্যান্ড এলাকার টিকিট কাউন্টারের পাশ থেকে একটি পিকআপভ্যানসহ এসব মদ উদ্ধার করা হয়।

আটক যুবকের নাম আজিজুর রহমান হৃদয় (২৬)। তিনি গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানার এরশাদনগর এলাকার হানিফ সওদাগরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার। তিনি জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় ১১৬ বোতল মদসহ আজিজুর রহমান হৃদয়কে আটক করা হয়। মদগুলো পাচারের উদ্দেশ্যে পিকআপে করে বহন করা হচ্ছিল।

উদ্ধারকৃত মদের মধ্যে রয়েছে—৭০ বোতল আইচ ভটকা (৭৫০ মিলিলিটার), ২৪ বোতল মেঘডয়েল (৭৫০ মিলিলিটার) এবং ২২ বোতল এসি ব্ল্যাক (৭৫০ মিলিলিটার)। এসব মদ ভারত থেকে অবৈধভাবে আমদানির পর স্থানীয়ভাবে সরবরাহের পরিকল্পনা ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

ওসি আরও বলেন, "মাদকের বিরুদ্ধে ধোবাউড়া থানা সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। সীমান্তবর্তী এলাকা হওয়ায় চোরাচালান রোধে আমাদের নজরদারি আরও বাড়ানো হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।"

স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরেই ভারতীয় মদের অবৈধ প্রবাহ রয়েছে। তবে সম্প্রতি পুলিশের তৎপরতায় এ ধরনের চোরাচালান কিছুটা কমেছে বলে দাবি সংশ্লিষ্টদের।