অন্যান্য খবর আইন-আদালত

ধোবাউড়ায় আরো ২৩৬ বোতল ভারতীয় মদসহ যুবক আটক!

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ২২-৭-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৩৪

ময়মনসিংহের ধোবাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে ট্রলি গাড়িতে চোরাচালানকৃত ২৩৬ বোতল ভারতীয় মদসহ এক যুবককে আটক করা হয়েছে। সোমবার (২২ জুলাই) সকাল ৭টার দিকে ধোবাউড়া থানাধীন হুজুরী দর্শা চকবাড়ী শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে স্থাপিত পুলিশের চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন ধোবাউড়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বাধীন পুলিশের একটি বিশেষ দল। অভিযানকালে সন্দেহজনকভাবে চলাচল করা একটি ট্রলি গাড়ি থামিয়ে তল্লাশি চালিয়ে ওই বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তির নাম মো. জসিম উদ্দিন (২২)। তিনি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার কড়ইগড়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. কাশেম।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, উদ্ধার করা মদগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের ৭৫০ মিলিলিটার বোতল—যা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশ করানো হয়েছে। আটক জসিম উদ্দিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তিনি মদগুলো স্থানীয়ভাবে সরবরাহের জন্য নিয়ে যাচ্ছিলেন।

তিনি আরও বলেন, “মাননীয় পুলিশ সুপার মহোদয় এবং হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপারের দিকনির্দেশনায় মাদকবিরোধী এ অভিযান পরিচালিত হয়েছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমরা কাজ করে যাচ্ছি।”

এ ঘটনায় ধোবাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত ট্রলি গাড়িটিও জব্দ করা হয়েছে।

স্থানীয়দের মতে, সীমান্তবর্তী এলাকায় ভারতীয় মদসহ নানা ধরনের চোরাচালান দীর্ঘদিন ধরে চলে এলেও সম্প্রতি পুলিশের কড়া নজরদারিতে পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে এ ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানান সচেতন মহল।

ধোবাউড়া থানার পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অভিযান চলমান থাকবে এবং মাদককারবারিদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।