অন্যান্য খবর রাজনীতি

ঢাকায় সমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় জামায়াতের দুই নেতা নিহত

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ১৯-৭-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০২১

ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দলটির দুই নেতা নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও দুই কর্মী। শনিবার ভোররাত ৪টার দিকে ভাঙ্গা হাইওয়ের মডেল মসজিদসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মাওলানা আবু সাঈদ (৫২) ও আমানত শেখ (৫৫)। নিহত আবু সাঈদ খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমির এবং চালনা বিল্লালিয়া আলিম মাদরাসার সহকারী মৌলভি হিসেবে কর্মরত ছিলেন। অপর নিহত আমানত শেখ দলটির একজন সক্রিয় কর্মী ছিলেন।

আহতদের মধ্যে রয়েছেন জামায়াত কর্মী আনিসুর রহমান ও ইকবাল হোসেন। বর্তমানে তারা ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান জানান, ভোররাতে খুলনা থেকে ঢাকামুখী বেশ কয়েকটি বাসের বহর ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের শুরুতে থেমে যায়। যাত্রাবিরতির সময় যাত্রীরা পাশের মডেল মসজিদে নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় মাওলানা আবু সাঈদ একটি বাসের সামনে দাঁড়ানো অবস্থায় ছিলেন। হঠাৎ পেছন থেকে একটি দ্রুতগতির অজ্ঞাত বাস এসে বহরের একটি বাসকে ধাক্কা দিলে, তা সজোরে ধাক্কা দেয় সামনে দাঁড়িয়ে থাকা আবু সাঈদকে।

ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও তিনজন। পরে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যালে নিলে চিকিৎসাধীন অবস্থায় আমানত শেখ মারা যান।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনাকবলিত বাস ও ঘাতক বাস শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।