সকল খবর দেশের খবর

বাংলাদেশের সংকটে জাতিসংঘের পাশে থাকার প্রতিশ্রুতি !

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ১৫-৩-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৫৭

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশের এই সংকটময় পরিস্থিতিতে জাতিসংঘ পাশে থাকবে। শনিবার সকালে রাজধানীর গুলশানে জাতিসংঘের নতুন ভবনে এক অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এই আশ্বাস পুনর্ব্যক্ত করেন।

জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের কথা স্মরণ করে গুতেরেস বলেন, "বাংলাদেশি শান্তিরক্ষীরা বিশ্ব শান্তি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।" এ সময় তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ নিয়েও আলোচনা করেন।

জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন গুতেরেস। এদিন তিনি গুলশানে জাতিসংঘের নতুন ভবন পরিদর্শন করেন এবং আনুষ্ঠানিক পতাকা উত্তোলন করেন। বাংলাদেশে জাতিসংঘের কান্ট্রি টিমের সঙ্গে বৈঠকের পর তিনি ভবনটি পরিদর্শন করেন।

গুলশানে ‘ইউএন হাউস ইন বাংলাদেশ’ উদ্বোধন করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং শিল্প, গৃহায়ন ও গণপূর্ত বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইসসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

জাতিসংঘ মহাসচিবের এই সফর বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে দীর্ঘদিনের সহযোগিতার সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে। রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা প্রত্যাশা করেছেন বাংলাদেশের সংশ্লিষ্ট মহল।

সূত্র: বাসস।