অন্যান্য খবর রাজনীতি

বাংলাদেশকে পুনর্গঠনের চেষ্টায় তারেক রহমান: মির্জা ফখরুল

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ২৮-৭-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশকে নতুনভাবে গড়ে তোলার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার জাতীয় জাদুঘরের সামনে যুবদলের আয়োজনে গ্রাফিতি আর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, "এই দেশ এক সময় অন্ধকারে নিমজ্জিত ছিল। জুলাইয়ের গণজাগরণে দেশের মানুষ—শিশু, যুবক, বৃদ্ধ—সবাই রাস্তায় নেমেছিল। স্বৈরাচার পতনের পেছনে সবার অবদান রয়েছে। শহীদ হয়েছেন যুবদলের ৭৯ জন, ছাত্রদলের ১৪২ জন কর্মী। এই ত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না।"

তিনি বলেন, “সাদাকে সাদা আর কালোকে কালো বলার মানসিকতা না থাকলে পরিবর্তন সম্ভব নয়। কেউ একা এই আন্দোলন করেনি, সবাই মিলেই গণতন্ত্রের জন্য লড়াই করেছে।”

বিএনপি মহাসচিব বর্তমান রাজনৈতিক পরিস্থিতির তীব্র সমালোচনা করে বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীদের নাম ব্যবহার করে চাঁদাবাজি হচ্ছে—এটা কি আমরা চেয়েছিলাম? দেশে এমন এক পরিস্থিতি তৈরি করা হচ্ছে, যাতে করে ফ্যাসিবাদের উত্থান আবারও সম্ভব হয়।”

তিনি আরো বলেন, “আমরা হাসিনার বিচার দেখিনি। প্রকাশ্যে হত্যাকারীদের এখনো গ্রেফতার করা হয়নি। এক বছর পেরিয়ে গেলেও কোনো অগ্রগতি নেই। বিচারহীনতার সংস্কৃতি দেশকে গভীর সংকটে ফেলছে।”

সংস্কার প্রক্রিয়ার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “বিএনপি সংস্কারের বিষয়ে সব ধরনের সহযোগিতা করছে। কিন্তু সরকারের পক্ষ থেকে বাস্তব কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। তারা শুধু বিএনপিকে কোণঠাসা করার চেষ্টা করছে। তবে দেশের মানুষ লড়াই করতে জানে। তারেক রহমান এখন সেই লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছেন—তিনি চেষ্টা করছেন কীভাবে বাংলাদেশকে আবার ন্যায়ের পথে দাঁড় করানো যায়।”

তিনি আরও বলেন, “এই দেশ তরুণদের দিকে তাকিয়ে আছে। এখন আমাদের দায়িত্ব ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মুক্ত, ন্যায্য এবং গণতান্ত্রিক বাংলাদেশ নিশ্চিত করা।”