ক্যাসিনোকাণ্ড ও অর্থপাচার মামলায় আলোচিত এবং দণ্ডপ্রাপ্ত সেলিম প্রধানকে ফের গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) ভোররাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সেলিম প্রধান বারিধারায় অবৈধভাবে একটি সিসা বার পরিচালনা করছিলেন। গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. আল আমিন হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই সিসা বার থেকে সেলিম প্রধানকে গ্রেফতার করা হয়। বর্তমানে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া চলছে।
এর আগেও ২০১৯ সালে রাজধানীতে চলমান ক্যাসিনোবিরোধী অভিযানে গ্রেফতার হয়েছিলেন সেলিম প্রধান। ওই সময় তার বিরুদ্ধে অবৈধ ক্যাসিনো ব্যবসা ও অর্থপাচারের অভিযোগ ওঠে। পরবর্তীতে তিনি জামিনে মুক্ত হন।
নতুন করে গ্রেফতারের ঘটনায় সেলিম প্রধানের পুরোনো বিতর্কিত কর্মকাণ্ড আবারও সামনে চলে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অবৈধ ব্যবসা ও অর্থপাচার রোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।