সকল খবর দেশের খবর

বদলির আদেশ পেয়ে স্বপদে বহাল ইউএনও তনু!

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ১৯-৪-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৩১

বদলির আদেশ পেয়েও দোয়ারাবাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নেহের নিগার তনু স্বপদে বহাল থাকায় সর্বমহলে সমালোচনার ঝড় উঠেছে। সরকার পতনের পর তার সহযোগী অধিকাংশ কর্মকর্তা বদলি হলেও তনু এখনো স্বপদে বহাল রয়েছেন। এরই মধ্যে তনুর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ইউএনও তনুর বিরুদ্ধে বিভাগীয় কমিশনার বরাবর অভিযোগ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সদস্য মহিদ হাসান শান্ত। অভিযোগপত্রে বলা হয়, ২০২৩ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দোয়ারাবাজার ইউএনও হিসেবে যোগদান করানো হয় তনুকে। এই পদে আসার পেছনে স্থানীয় আওয়ামী লীগের সাবেক এমপি মুহিবুর রহমান মানিকের ইন্ধন ছিল। এর আগে, এমপির অনুরোধে কাজ না করার কারণে সাবেক ইউএনও ফারজানা প্রিয়াংকাকে সরিয়ে দেওয়া হয়।

অভিযোগের মধ্যে বলা হয়েছে, ইউএনও তনু ক্ষমতা হাতে পাওয়ার পর উপজেলার আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে একটি সিন্ডিকেট গঠন করেন, যার মূল কাজ ছিল চাঁদা আদায়। চাঁদা না দিলে নিজে অভিযান চালিয়ে অত্যাচার করতেন তনু। এছাড়া, দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নিয়ন্ত্রণও ছিল তার হাতে।

দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাস্টার আব্দুল মানিক বলেন, "তনু পতিত স্বৈরাচারের বিভিন্ন নেতাকর্মীদের রক্ষা করছেন। তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে, কিন্তু এখনও কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়নি, যা দুঃখজনক। আমরা চাই তার বিরুদ্ধে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।"

অপর দিকে, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের এক নেতা অভিযোগ করেন, "ইউএনও তনু আওয়ামী লীগের দোসর। তাদের অত্যাচারে আমরা ১৬ বছর ধরে নিপীড়িত। এখন আর আমরা নির্যাতিত হতে চাই না।"

অভিযোগের বিষয়ে ইউএনও নেহের নিগার তনু বলেন, "আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা। বদলি হয়েছিল ঠিকই, তবে পরবর্তীতে কমিশনার স্যার আমাকে পুনরায় এই জায়গায় নিয়োগ দিয়েছেন। কমিশনার স্যার এ বিষয়ে ভালো বলতে পারবেন।" তিনি আরও জানান, "আমি কখনোই ওসিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার না করার নির্দেশ দিইনি।"

এখন দেখার বিষয়, তার বিরুদ্ধে উঠা এসব অভিযোগের তদন্ত হয় কি না এবং তার পদত্যাগ বা অন্য কোনো পদক্ষেপ নেয়া হয় কিনা।