বেসরকারি সংস্থায় ঢাকার বাইরে চাকরি, বেতন ৬৬ হাজার
- আপলোড তারিখঃ 13-12-24 ইং |
- নিউজটি দেখেছেনঃ 100006 জন
বেসরকারি সংস্থায় ঢাকার বাইরে চাকরি, বেতন ৬৬ হাজার
জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি বিএনএ প্রকল্পে ডিস্ট্রিক্ট কো–অর্ডিনেটর (ওয়াশ) পদে একজন কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই–মেইল, সরাসরি, ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম: ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর (ওয়াশ)
পদসংখ্যা: ১
যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ওয়াশ সেক্টরে অন্তত চার বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রোগ্রাম টিম ব্যবস্থাপনায় এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ডিজিটাল ডাটা অ্যান্ট্রি ও ইভেন্ট রিপোর্টিং বিষয়ে জানাশোনা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। মোটরসাইকেল চালানো জানতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
বয়স: সর্বোচ্চ ৪০ বছর (অত্যধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য)
কর্মস্থল: ঝিনাইদহ/নড়াইল
বেতন: মাসিক বেতন ৬৬,০০০ টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ–সুবিধা দেওয়া হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট সাইজের ছবি ও কভার লেটারসহ সিভি ই–মেইলে (পিডিএফ ফরম্যাট), সরাসরি, ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে। ই–মেইলের সাবজেক্ট বা খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: এক্সিকিউটিভ ডিরেক্টর, জাগরণী চক্র ফাউন্ডেশন, ৪৬ মুজিব সড়ক, যশোর–৭৪০০। ই–মেইল: job.jcf@gmail.com।
আবেদনের শেষ সময়: ২১ ডিসেম্বর ২০২৪।